মানুষ ও পাখিদের মাঝে পার্থক্য দিন-রাত
বিলেত প্রবাসীদের সাথে নেই কোন তফাৎ
সাইবেরিয়ান পাখি খাবারের জন্য দেশ ছাড়ে
আমরা ও এসেছি আটলান্টিকের এক পাড়ে।
পাখিরা দলবল সহ ছুটে খাদ্যের সন্ধানে
আমরা আসি বিক্ষিপ্ত ভাবে জীবনের টানে।
লোভী শিকারি সেই পাখি বধ করে খায়
আমাদের সভ্যতা উগ্র সংস্কৃতিতে হারায়।
পাখিরা আবার সুযোগে জন্মভূমিতে যায়,
আমরা বাসস্থান গড়ি বিত্ত বৈভবের নেশায়।
সুখ আটলান্টিকের বুকে আমরা থাকি পাড়ে,
তবুও সুখ সন্ধানী ভূত চেপে আছে ঘাড়ে।
সদ্য ভূমিষ্ঠ সন্তানের অবিকল সেই চরিত্র,
যুগ যুগ থেকে পরাধীনতা করেছে বিচিত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



