মৌমাছি চারদিকে আসে যেথায় ফুলের গন্ধ
মুখে মুখে থাকে কালজয়ী কবিতার ছন্দ।
আজ কবিতার দিন কবিদের মিলন মেলা,
ছন্দের আনন্দ মিছিলে শব্দ মাত্রার খেলা।
আকাশে সাদা মেঘে পাখিরা মেলে ডানা,
কবিদের পথ নিরন্তন; শেষ নেই জানা।
কবিতার টানে কবিরা একাকার হয়ে যান,
এ যেন বর্ণহীন কবিতার সফল রূপদান।
এখানে ওখানে ছড়িয়ে পড়ে নতুন উপমা,
নান্দনিক কবিতা হয় সবগুলো করে জমা।
ফসলে প্রাচুর্যে ভরে উঠে শস্যশালীন মাঠ,
শব্দের কারুকাজে সম্মৃদ্ধ বাক্যের চারুপাঠ।
বাক্য দিয়ে প্রকাশ করা হয় কবিতার থীম,
যথার্থ শব্দ ছাড়া মনের ভাব হয়ে যায় হিম।
শব্দের সতেজ সমারোহে সাজাই কাব্যমালা
মনে হয় পল্লবে ভরপুর বৃক্ষের ডালপালা।
জাতির দৈন্যতা ঘুচাতে কবিতার প্রয়োজন,
কবিতার জয়গানের কবির সাহসী উচ্চারণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



