একটি বছর স্মৃতি হয়ে আজকে গেল চলে
জীবন নায়ের বৈটা বেয়ে যেদিন থেকে এলে,
বেনারসী শাড়ি গায়ে, ঘোমটা মাথায় পড়ে
মেহেদি রাঙ্গা লাজুক বধূ আসলে নতুন ঘরে,
আঙ্গিনাতে বারান্দাতে রাখলে যখন চরণ
ফুলের ডালি দিয়ে তোমায় সবাই করে বরণ।
আমার ভূবন রামধনুকের রঙে ভরে দিলে
হঠাৎ করে এক মোহনায় দু’জন গেলাম মিলে।
আমার মনের পাঠশালাতে তুমি হলে গুরু
ভালোবাসার ছন্দ মাত্রায় ক্লাস করি শুরু।
তোমার ছোঁয়া বদলে গেল আনার মনের কবি
দু’চোখ জুড়ে ভাসতে থাকে এখন তোমার ছবি
সব ভাবনা ভীড়ের মাঝে ভাবতে ভালো লাগে
তোমার কথা হৃদয় জুড়ায় প্রীতির অনুরাগে।
সোনা ঝরা সোনালী দিন এভাবে যায় রোজ
সকাল সন্ধা মনানন্দে নিতে আমার খোঁজ,
লোভের ক্ষোভে অনেক দূরে এখন থাকে দিঠি
তোমার নামে মনের দামে লেখি প্রেমের চিঠি।
একেক করে এমনি যাবে আরো কত বছর
স্মৃতির পাতা ভরে যাবে সুখ বিরহের খবর,
জীবন গাঙে নৌকা চড়ে আসবে পথে ভাটি
হাঁঠতে গেলে খুঁজতে হবে হাতের কাছে লাটি,
নিত্য তাড়া করবেনা আর ফসিল মোহ-মায়া
আমার পাশে থাকবে তবু তোমার প্রেম ছায়া।
ফুলের মত সারা জীবন থাকব পরিপাঠি
আমার কাছে তুমি হলে সুখের জিয়নকাঠি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



