কোনো স্মারকচিহ্ন কেউ রাখিনি তার
ভালোবেসে কেউ ডাকিনি একবার !
তার কথা কেউ টিভি-বেতারে বলে না
কোন প্রদীপ বাতি তার কবরে জ্বলে না।
বিজয় আনতে বিলিয়ে দিল সে প্রাণতূর্য
তার রক্তে আঁকা হলো স্বাধীনতার সূর্য।
দেহখানি মাটিতে মিশে হয়েছে ধূলিকণা,
আমাদের গৌরব যদিও নাম নেই জানা।
তাকে নিয়ে আলোচনার নেই আয়োজন
এই বিজয়ের দিনে আমরাই করি স্মরণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



