বিশ্বস্ত সঙ্গিনী
নারীর হাত ধরে ভালোবাসা পেয়েছে পূর্ণতা
পুরুষের গৃহে নারী ছাড়া নেই মায়া-মমতা।
ঘরের ছাদ পুরুষ হলে নারী তার বুনিয়াদ
পৃথিবী সৃষ্ঠি থেকে করেছে অস্তিত্বের আবাদ।
কষ্ঠের কঠিন পথে মোমের মত যায় গলে
অন্ধকারে সূর্যের ন্যায় প্রদীপ্ত হয়ে জ্বলে।
অক্লান্ত চেষ্ঠায় মাটির গভীরে মিলে স্বর্ণখনি
প্রেমের মহাজন নারীর কাছে পায় রত্নমনি।
মায়ের কোলে ঘুমিয়েছেন সব জ্ঞানী বিজ্ঞানী
প্রত্যেকের কাছে সর্বশ্রেষ্ঠ আপন জননী ।
তাঁর দোলনায় দোলেছেন মহামানব যিশু
এই পাঠশালার ছাত্র হয়েছেন আদম শিশু।
জাহাজ চলেনা নাবিক ছাড়া সাগরের বুকে
নারী ছাড়া পুরুষের সংসার ভরেনা সুখে,
প্রজ্ঞাবান নাবিক ও মজবুত জাহাজ হলে
ঝড়ের ঘনঘটায়ও নিশ্চিন্তে সাগরে চলে।
বাঁধা বিঘ্ন দুর্বিপাকে নারী পুরুষের ঐক্যে
চেষ্ঠায় কাজের সফলতা আসে চূড়ান্ত লক্ষ্যে।
সংসার কাননে দু’জন পরস্পরের অবলম্বন
ঐশী বানী তোমরা একে অপরের আচ্ছাদন।
রমণী নয় কেবল পুরুষের সন্তানের জননী,
সুখ দুখে জীবনের একান্ত বিশ্বস্ত সঙ্গিনী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



