আমি মানুষ। আমি নারী।
আমি এক স্বাধীন রাষ্ট্রের নাগরিক।
অথচ এই রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যেই আমি স্বাধীন নই। না ঘরে না বাইরে।
না ব্যক্তিগত পরিসরে, না জনপরিসরে।
আমার মাতৃভূমি স্বাধীন নয়।
এখনে ধর্ষণ প্রতিদিন। যেমন ছিল হানাদারদের আক্রমণের সময়।
মায়ের সামনে ধর্ষিত হয় মেয়ে, মেয়ের সামনে মা। এমনকি আমার শিক্ষাঙ্গন, আমার বিশ্ববিদ্যালয়েও আমি মানুষ নই।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকও এখন যৌন নিপীড়ক।
শিক্ষক আর শিক্ষিতরা এখন নারীকে দেখেন মজা লুটার উপাদান হিসেবে।
নারী সমাজে তার নিজস্ব বৈশিষ্ট্যে ভর করে মানুষের মতো বাঁচুক; এটা চায়না কেউই।
বঙ্গ ললনা জাগো। নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। প্রতিবাদ না করলে আরো অতত্যাচারের শিকার হতে হবে। নিজেকে আর গুটিয়ে নিলে চলবেনা। সত্য প্রকাশে সাহসী হতে হবে। কারো কোন অত্যাচার নিরবে নিভৃতে সহ্য করার দিন আর নয়। নারী দিবসের শতবর্ষে এ শপত করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



