বেটি রবিবার একটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন এবং তিনি ও তার শিশু উভয়েই সুস্থ আছেন। ওরেগন স্টেটের সেন্ট চার্লস মেডিক্যাল সেন্টারে এ শিশুর জন্ম দেন তিনি। তার জননাঙ্গে টেস্ট টিউবের মাধ্যমে পুরুষ শুক্রাণু প্রবেশ করানো হয়েছিল।
বিখ্যাত টিভি টকশো অপরাহ্ উইনফ্রেতে বেটি তার সন্তান জন্ম দেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার জননাঙ্গের কোনো পরিবর্তন আনতে চাইনি। কারণ এক সময় সন্তান জন্ম দিতে চেয়েছিলাম আমি।
বেটির জন্ম হাওয়াইতে। তিনি বড় হয়েছেন সেখানে। তখনতার নাম ছিল ট্রেসি ল্যাগনডিন। সে সময় গার্ল স্কাউটের পাশাপাশি মডেলও ছিলেন তিনি। এছাড়া তখন টিনএজ বিউটি কনটেস্টে শীর্ষ তালিকাতেও ছিলেন।
তার বয়স ২০ পার হওয়ার পর আইনত লিঙ্গ পরিবর্তন করে ছেলে হন বেটি। তবে সেটি ছিল স্তন সার্জারি। প্রজনন অঙ্গ ছিল অক্ষত। বর্তমানে বিবাহিত এ পুরুষের স্ত্রীর নাম ন্যান্সি। পাঁচ বছর আগে বিয়ে করেন তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


