গতকাল যখন দফায় দফায় পুলিশি বাধা পেরেয়ে নয়াপল্টন পৌছেছি বেলা ২টায়, তখন দেখেছি মুক্তি কামি লক্ষ লক্ষ জনতার উচ্ছাস। চারিদিকে বাংলাদেশ জিন্দাবাদ আর নারায়ে তাকবির আল্লাহু আকবার শ্লোগানে বাংলার কাপছিল। মনে হচ্ছিল এইবুঝি শাসক গোষ্ঠীর মসনদ কেপে উঠল। কিন্তু শাসক গোষ্ঠী বাংলাদেশ জিন্দাবাদ আর নারায়ে তাকবির আল্লাহু আকবার শ্লোগানের গভিরতা উপলব্ধী করতে পারেনি। ইতিহাস শাক্ষি ক্ষমতা আর অহংকার এক হলে কেওই ক্ষমতায় থাকতে পারেনা। হিটলার ও পারেনি , শেখ মুজিব ও পারেননি। গতকালের মুক্তি কামি লক্ষ লক্ষ জনতার ভাষাও যদি শাসক গোষ্ঠী বুঝতে না পারে তাদের ক্ষমতার অহংকারের কারনে, তাদের পরিনতিও হিটলার আর শেখ মুজিব সাহেবের মতই হবে। আরিফ ভাই কাল রাতে আপনি আমাকে যেই পিকচার এর লিঙ্ক দিয়েছেন তাতে আমি আপনার ওপর খুবেই অবাক হয়েছিলাম। কারন এই ধরনের একটা পিকচার যে ভুয়া সেটা আপনি বুজতে পারবেন ভেবেছিলাম। আর ক্ষোব হয়েছিল কিছু জামাত-শিবির এর লোকের অপর। যারা সরকারের বিরুদ্ধে প্রচারনা চালানর জন্য নিজেদের নেতাকে বিকৃ্ত ভাবে উপস্থাপন করেছে। কিন্তু আজ সকাল হতেই আমার সেই ভুল ভেঙ্গে গেল। একটি নতুন সূরুযের উদয় হল। কিন্তু সেটি মুক্তির নয়, লজ্জার। মুক্তি কামি লক্ষ জনতার শ্রোত দেখেও যাদের ঘুম ভাঙ্গেনি, তাদের কাছে কি প্রতাশা করা যায়? কাল জাতীয় নেতৃবৃন্দকে যে ভাবে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়, জাতি হিসেবে এই লজ্জার দায়ভার আমরা কি এড়াতে পারবো? আরিফ ভাই মাফ করবেন !!! আ.লীগ নগ্ন জানতাম কিন্তু লেংটা হবে ভাবিনি !!!
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




