রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্প অবলম্বনে শামীম শাহেদ নির্মাণ করেছিলেন নাটক ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’। নাটকটি সম্প্রতি চ্যানেল আইয়ে দেখানো হয়। এবার প্রভা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ অবলম্বনে নির্মিত ‘হৈমন্তী’ নাটকের কাজ শেষ করলেন।
নাটকটিতে অভিনয় সম্পর্কে প্রভার মত, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় পাওয়া। পাঠ্যপুস্তকের মাধ্যমে হৈমন্তী চরিত্রটি সম্পর্কে আমরা সবাই অবগত। তাই এ চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে। বর্তমান প্রেক্ষাপটে নাটকটির নির্মাণশৈলী দর্শকের কাছে ভালো লাগবে।’
প্রভা এও বলেন, ‘ভালো কিছু কাজ ও চরিত্রের মাধ্যমে আমি দর্শকের সামনে থাকব—এটিই আমার এ সময়ের একমাত্র সাধনা।’
রবীন্দ্র জন্মজয়ন্তীতে হৈমন্তী নাটকটি এনটিভিতে দেখানো হবে। হৈমন্তী গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অয়ন চৌধুরী আর পরিচালনা করেছেন নাহিদ বাবু। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তৌহিদ বাবু, মাসুদ আলী খান, চিত্রলেখা গুহ, কুমকুম হাসান প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত ২৭ মার্চ কায়সার আহমেদ পরিচালিত ‘প্রণয়িনী’ নামে একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দুই বছর পর নাটকে ফেরেন প্রভা।
নাটকের কাজের বাইরে প্রভা সম্প্রতি বাংলাভিশনের আমার আমি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।
জানা গেছে, অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত জীবনের দুঃসময় কাটিয়ে কীভাবে আবার অভিনয়ে ফিরে এসেছেন এবং মাঝের সময়গুলো কীভাবে কেটেছে—এসব বিষয়ের খোলামেলা উত্তর দিয়েছেন।
রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’ অনুষ্ঠানটি আজ শুক্রবার রাতে দেখানো হবে বাংলাভিশনে।
সূত্র: http://www.prothom-alo.com/detail/news/255033

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




