♥ চলো বৃষ্টি নামাই♥
তুমি সত্যিই বৃষ্টিতে ভিজবে না??
তুমি আমাকে কথা দিয়েছিলে,ভুলে গেছো??
কাদঁছো কেন?কাদঁবার মতো তো কিছু বলি নি।।তোমাকে আমি একবার বলেছি,কান্না আমার ভালো লাগে না।।তবুও এই কান্নার প্রহরেই আমাকে বারবার থমকে যেতে হয়।।
আমি সবার হাসিমাখা মুখটা বড় বেশি ভালোবাসি।।কিন্তু কেউ যদি কাদেঁ,ইচ্ছে হয় তাকে জোর করে আর একটু কাদিঁয়ে দেই।।
আমার জীবনের বেশির ভাগ সময় আমি কান্না দেখিছি।।কি বিশ্বাস হচ্ছে না??
আমার পরিবারের সবাই খুব কাদঁতো।।সবচেয়ে বেশি কেদেঁছি ক্ষুধার অভাবে।।আমি ছিলাম বড়,যা আয় করতাম পাচঁজনের পরিবারে চলতো না।।মা কে আমি হাসতে দেখেছি খুব অল্প সময়,আর বাবা তো মাঝে মাঝে হো হো করে কাদঁতেন,আমার দাদি তো জীবনের শেষ কিছুদিন উপোসেই ছিলেন।।মাঝে মাঝে তার ঘরে যেতাম আমি।।শুয়ে শুয়ে নীরবে কাদঁছেন,অসহ্য লাগতো নিজের কাছে।।সবার কান্নার মাঝে একজন শুধু হাসতো আমার ছোট বোনটা।।
একদিন হঠাত্ করেই ঘর ছেড়ে পালিয়ে চলে গেলো,আর ফিরে আসে নি।।সেই সামান্য হাসির খোরাক ও হারাই আমি।।সবাইকে কাদিঁয়ে দিয়ে চলে গেলো সে,তার না বলা কষ্টগুলো আজও জানতে পারি নি আমি।।
আমার ছোট বোনটার সাথে মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতাম।।তখন খুব গাইতে ইচ্ছে হতো
♥ যদি মন কাদেঁ,এসো ভিজি ঝরঝর বৃষ্টিতে ♥
বোনটা চলে যাওয়ার পর মনের কষ্টগুলো কে চাপা দিয়ে আনন্দ নিয়ে বৃষ্টিতে ভেজা হয় নি অনেকদিন।।মাঝে মাঝে একা একা ভিজতাম,তখন শুধু ওই কষ্টগুলো কেই অনুভব করতাম।।মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তোমাকে নিয়ে ভিজতে।।
ও ভিজতে রাজি হয়েছে।।আমি ওকে নিয়ে হাটঁছি রমনায়।।বৃষ্টির অপেক্ষায়,আকাশে মেঘ কেবলই ঘন হচ্ছে।।
বৃষ্টি নামতে শুরু করেছে।।বড় বড় বৃষ্টির ফোটাঁ কেবলই ভিজিয়ে দিচ্ছে আমাদের।।ইসস্ এই বৃষ্টির জল যদি কষ্টগুলোকে মুছে দিতো,মূহূর্তে.....♥
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




