এইচ.এন. আশিকুর রহমানের মত একটা তৃতীয় শ্রেণীর আমলা, চতুর্থ শ্রেণীর রাজনীতিবিদ এবং শ্রেণীবিহীন রাজাকার সমন্বয়কারীর বক্তব্য আমাদের এভাবে প্রচার করার প্রয়োজন ছিল না। একশো একটা আওয়ামী মিডিয়া আছে চারপাশে, তারাই সে কাজ করতে পারত। আমরা এটা তুলে
ধরলাম শুধু আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসায়ের দিকটা একটু পরিষ্কার করতে; দেখাতে যে কোন শ্রেণীর রাজাকারকে তারা নেতা বানায় এবং সেই নেতা আবার বঙ্গবীর কাদের সিদ্দিকিকে ব্যাংক ডাকাত, লুটেরা, সন্ত্রাসী বলার সাহস পায়।
কথায় আছে মাথা ভর্তি যার গোবর, তাকে গোবর প্রমাণ করতে কোন গুতাগুতির প্রয়োজন হয় না। তাকে কেবল কথা বলার সুযোগ করে দিতে হয়। সে মুখ খুললেই মানুষ জেনে যাবে সে যে গোবর, কারণ গোবর ছাড়া যে তারদেয়ার আর কিছু নেই। এইচ.এন. আশিকুর রহমানের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে।
টাঙ্গাইলে আমলা হিসেবে নিযুক্ত এইচ.এন. আশিকুর রহমান বলেছে কাদের সিদ্দিকি ব্যাংক ডাকাত সন্ত্রাসী, আর মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত বেসামরিক সেনা নায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকি, যার বিচরণ ক্ষেত্র ছিল টাঙ্গাইল, তিনি সহ তার সহযোদ্ধারা গত বেয়াল্লিশ বছর যাবৎ বলছেন এইচ.এন. আশিকুর রহমান সরকারের পক্ষে রাজাকারদের প্রশিক্ষণ ও হানাদারদের সাথে সমন্বয় করতেন। এখন আপনি কারটা বিশ্বাস করবেন আপনার বিবেচনা।
সূত্রঃ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




