বেগম খালেদা জিয়া শুরুতেই বলেছিলেন শাহবাগ মঞ্চ হচ্ছে আওয়ামী লীগের দলীয় সমর্থকদের মঞ্চ, শাহবাগের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতে। তখন খোদ আওয়ামী লীগ আর শাহবাগ কেন্দ্রীক ভন্ড সুশীল গোষ্ঠী ঐ বক্তব্যের মুন্ডুপাত করেছিল। আজ আওয়ামী লীগের দলীয় সভায় দলীয় নেতৃবৃন্দ শেখ হাসিনাকে বলে শাহবাগ 'মঞ্চ' বন্ধ করে দিতে। কীভাবে বলে? শাহবাগ যদি নিরপেক্ষ তারুণ্যের জাগরণের মঞ্চ হয়, তাহলে তা বন্ধ করার সুইচ আওয়ামী লীগ পাবে কোথা থেকে? শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের কথাই প্রমাণ করে যে সেই সুইচ আওয়ামী লীগের কাছেই আছে, ছিল এবং বেগম খালেদা জিয়া ঠিক বলেছিলেন ।
ডু ইউ হেভ এনি কুশ্চেন ?? তুই রাজাকার তুই রাজাকার ।
গণজাগরণ বিষয়ক সরকারী বক্তব্যঃ
১/ 'সরকারের স্পর্ধা নিয়ে প্রশ্ন তোলার স্পর্ধা গণজাগরণ মঞ্চ পায় কোথায়? তাদের বক্তৃতার ড্রাফট কে লেখে, তার খোঁজ লাগান?' -শেখ হাসিনা।
২/ 'অনেকেই মনে করে গণজাগরণ মঞ্চের বক্তৃতা আমি ড্রাফট করে দেই, বিষয়টি সত্য নয়। আমিও মনে করি এ আন্দোলন এখন বন্ধ হয়ে যাওয়া উচিত।' -নূহ-উল আলম লেনিন
৩/ 'তাদের আন্দোলন থেমে গিয়েছিল, কিন্তু ব্লগার রাজিব নিহত হওয়ার পরে তারা আবার আন্দোলন জোরদার করে।' -মতিয়া চৌধুরী
সুত্র-http://bangla.bdnews24.com/politics/article608530.bdnews
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




