নিজস্ব প্রতিবেদক
বার্তা২৪ ডটনেট
ঢাকা, ০৯ জুন : ছাত্রলীগ ও কলেজ কর্তৃপক্ষ জঙ্গি অভিযোগ দিয়ে র্যাবের হাতে তুলে দেয়া ইডেন কলেজের চার ছাত্রী জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে র্যাব।
এ প্রসঙ্গে র্যাব-১০’র মেজর হারুন অর রশিদ বার্তা২৪ ডটনেটকে বৃহস্পতিবার বলেন, “আমরা ওই চার ছাত্রীর কোনো জঙ্গি কানেকশন পাইনি। আমরা তাদের লালবাগ থানায় দিয়েছি। যেহেতু পুলিশও এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।”
লালবাগ থানার ওসি আজিজুল হক বার্তা২৪ ডটনেটকে বলেন, “বুধবার দিবাগত রাত দেড়টায় ওই চার ছাত্রীকে র্যাব আমাদের কাছে সোপর্দ করে। সকালে ৫৪ ধারায় সন্দেহজনক আটক দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।” প্রাথমিকভাবে তাদের জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানান ওসি।
বুধবার ইডেন কলেজ ছাত্রলীগ কর্মীরা ও কলেজ কর্তৃপক্ষ জঙ্গি অভিযোগ দিয়ে র্যাব ও লালবাগ থানা পুলিশের কাছে চার ছাত্রীকে তুলে দেয়। শিক্ষাথীরা হলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী লিপি আক্তার, নাজমা সুলতানা মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। নাসরীন সুলতানা বাংলা বিভাগ থেকে অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন। অপর জন হলেন নুরুন্নাহার।
লিপির বাড়ি মাদারীপুর, নাজমা সুলতানার গোপালগঞ্জের মুকসেদপুর, নুরুন্নাহারের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলায় বলে জানা গেছে ।
ঘটনা সম্পর্কে কলেজ কতৃপক্ষ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।
বার্তা২৪ ডটনেট/এইচএকে/এনএটি/ click this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



