1
নির্জন পার্ক। ভীরু প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে এক বেঞ্চে বসে আছে। এমন সময় চারদিক ভালো করে দেখে নিয়ে প্রেমিক তার প্রেমিকাকে আমতা-আমতা করে বলল, ইয়ে মানে .... এই অন্ধকারে যদি আমি তোমার হাতটা ধরে একটা চুমু খাই ... তুমি কি রাগ করবে?
না, তোমাকে ছিঁচকে চোর বলব।
কেন?
কারণ, তুমি হলে গিয়ে সেই চোর যে পুরো একটা গাড়ি চুরি করার সুযোগ পেয়েও শুধু টায়ার চুরি করতে চায়।
2
প্রেমিকাঃ তুমি দিনে কতবার সেভ কর ?
প্রেমিকঃ বিশ,পঁচিশ বা ত্রিশবার।
প্রেমিকাঃ পাগল নাকি ?
প্রেমিক : না,
আমি নাপিত
3
বিয়ের ৩ মাস পরই হাবলু'র বউ-এর বাচ্চা হল...
হাবলু তার বউকে জিজ্ঞাসা করল,"আচ্ছা,আমাদের বিয়ের ৩ মাস পরই বাচ্চা কেমনে হল?"
হাবলু'র বউ বলল,"তোমার বিয়ের কয় মাস হইসে?"
"৩ মাস।"
"আমার বিয়ের কয় মাস হইসে?"
......"৩ মাস।"
"আর,বাচ্চা কয় মাস পরে হইসে?"
"৩ মাস।"
"তাহলে মোট কয় মাস হইল?"
হাবলু খুশিতে লাফাইতে লাফাইতে বলল,"নয় মাস!আমি তো ভয়-ই পেয়ে গেসিলাম।"
কেমন লাগল জানাবেন??????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



