সম্প্রতি যুক্তরাজ্যের এক নকশাবিদ অ্যাপলের পণ্য আইপ্যাড ২ কে নতুন সাজে সাজিয়েছেন। তিনি আইপ্যাড ২ এর বডি তৈরি করেছেন নিজেই। আর এ কাজে তিনি সোনা, হীরা ছাড়াও ব্যবহার করেছেন ডাইনোসরের সত্যিকারের হাড়। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাজ্যের এ গ্যাজেট ডিজাইনারের নাম স্টুয়ার্ট হাগস।
জানা গেছে, হাগসের নকশা করা এ আইপ্যাড ২-টি বিক্রি করতে ইতোমধ্যে ওয়েবসাইটে বিজ্ঞাপনও দিয়েছেন তিনি। এর দাম হাঁকা হয়েছে ৮ মিলিয়ন ডলার।
link
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইপ্যাড ২ ডিভাইসটির পেছন দিকে হাগস ২ কেজিরও বেশি ২৪ ক্যারেটের সোনা ব্যবহার করেছেন। সামনের দিকটার কাঠামো তৈরিতে ব্যবহার করেছেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাথর অ্যামোলিট। এ ছাড়াও কাঠামোর একটি অংশে স্থাপন করেছেন টি-রেক্স ডাইনোসরের হাড়। অ্যাপলের লোগো তৈরি হয়েছে ৫৩ টি হীরা দিয়ে। আর হোম বাটনটি আস্তই একটি সাড়ে আট ক্যারেটের হীরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘গোল্ড হিস্টোরি এডিশন’ নামে এ ডিভাইসটি মোটেই ২ পিস তৈরি হয়েছে। তাই এটি কিনতে চাইলে আগেভাগেই যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/জুলাই ৩০/১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



