তোমরা ছিলে আমার পাশে, যেমন করে
মিথ্যে থাকে সত্যের আড়ালে।
...............
* মনে হয়, নতুন পোস্ট করার ক্ষেত্রে এবং মন্তব্য ঘরের সমস্যা আপাতত সমাধান হয়েছে।
* সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। সামু এভাবেই ব্লগারদের পাশে থাকুক।
ভেবেছিলাম পোস্টটিকে সাময়িক পোস্ট হিসেবেই রাখবো। পরে ভাবলাম, স্মৃতি হিসেবে নিজের ব্লগে থাকুক। এখানে বিভিন্ন ব্লগার কিছু মতামতও দিয়েছে, সেগুলো পরে প্রয়োজন হতে পারে। তাছাড়া মূল বিষয়টি ছিল, সামু থেকে কপি-পেস্ট বন্ধ করা। যাতে কেউ সহজে লেখা চুরি করতে না পারে।
কিন্তু সমস্যাটি রয়ে গেল। এখন পোস্টের শিরোনাম সহ কপি-পেস্ট করা যাচ্ছে। পরে এডিট করে, সহজেই লেখা চুরি করতে পারছে। তাই এই বিষয়ে সামু কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। আশা করি, কর্তৃপক্ষ এ সমস্যার একটা সমাধান বের করতে পারবে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭