ময়মনসিংহ মেডিকেনে পড়ার সুবাদে প্রায় প্রতি ২ সপ্তাহে আমাকে ঢাকা-ময়মনসিংহ-ঢাকা যাতায়াত করতে হয়।ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব খুব বেশি হলে ১২০ কিলোমিটার!যেটা ২ঘন্টার বেশি সময় লাগার কথা না।আজ থেকে দুই বছর আগে এই রাস্তায় আমি পৌ্নে দুইঘন্টায় যাতায়াত করেছি।কিন্তু গত ৬ মাস ধরে ৩-৪ ঘন্টা লাগছে,যেটা এখন স্বাভাবিক সময় হয়ে দাঁড়িয়েছে!
এর পিছনে কিছু কারণ আমি খুঁজে পেয়েছিঃ
১।বনানী,এয়ারপোর্ট,উত্তরায় অসহনীয় জ্যাম।
২।টংগী থেকে গাজীপুর চৌ্রাস্তা পর্যন্ত জ্যাম।
৩।গাজীপুর;মাওনার কাছাকাছি রাস্তার ভয়াবহ অবস্থা।এখানে বাস ১০ কি মি গতিতে চলে।
৪।অত্যাধিক লোকাল বাসের চলাচল।যেখানে সেখানে যাত্রি উঠানো-নামানো।বেশিরভাগ বাসের লাইসেন্স আছে কিনা সন্দেহ!
৫।ওভারটেকের প্রবনতা।ফলে একধিক লাইনে বাস চলাচল।
৬।বাসের তুলনায় অপ্রশস্ত রাস্তা।
৭।গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের যথেচ্ছা রাস্তা পারাপার।নেই কোনো ওভারব্রীজের সুবিধা।
আমাদের মহামূল্যবান সময় রাস্তায় শেষ হয়ে যাচ্ছে।উপরন্তু ঘটছে হৃদয়বিদারক সব দুর্ঘটনা!এই অবস্থা থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই??সরকার নাকি ভালুকায় এয়ারপোর্ট করবে!!এখনই ৪ ঘন্টা যদি লাগে ঢাকা আসতে,তখন ৮-৯ ঘন্টা লাগলে অবাক হব না!সরকার দেখেও এই সমস্যা না দেখার ভান করছে।সুধিজনের কাছে এই সমস্যার সম্ভাব্য সমাধান এবং সরকারের করণীয় জানতে চাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



