আমার শোনা একটা সত্যি ঘটনা শেয়ার করিঃ
জনৈক নাস্তিক একজন মুসলমানকে জিজ্ঞেস করতেসেঃতোমরা সারাদিন খালি নামাজ পড়।তোমাদের মনে হয় আর কোনো কাজ নাই।দিনে পাঁচবার ইবাদাত করার কি আছে??
মনে মনে আহত হলেও মুমিন লোকটা রাগ করল না।বরং জবাব দিলঃভাই,তুমি দিনে কয় বার খাও?
নাস্তিকঃসকালে নাস্তা,দুপুরে লাঞ্চ,বিকালে চা,বিস্কিট,রাতে ডিনার।এছাড়া সারাদিনে অল্প নাস্তা তো করা লাগেই।
মুমিনঃতুমি এতবার খাও কেনো?তোমার কি কোনো কাজ নাই??
নাস্তিকঃবলো কি হে??দেহের কি খাবার প্রয়োজন নাই??
মুমিনঃদেহের যদি খাবার লাগে,তাহলে তোমার আত্মার খাদ্য লাগে না?আর আত্মার খাবার হল ইবাদাত!
তাই আত্মা সুস্থ ও সচল রাখতে হলে দৈনিক ইবাদাত করা জরুরী।
এই কথা শুনে নাস্তিক চিন্তায় পরে গেল এবং ইবাদাত না করার কারনে তার যে আত্মিক ক্ষতি হচ্ছিল তা সে বুজতে পারলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



