১.আমার এক কাজিন।বয়স ৬-৭ বছর।পড়ে ইংরেজি মাধ্যম স্কুলে।ওকে একদিন জিজ্ঞাসা করলাম,তোমার আব্বু কি আঙগুর আনে?ও বললঃআমি তো আঙগুর খাই না। আমি তখন বুদ্ধি করে ওকে বললাম,Grapes আনে কি? পিচ্চি লে,হ্যা!আমিতো grapes খাই ।বুঝেন অবস্থা!
২.আরেক পিচ্চি।সেও পড়ে ইংরেজি মাধ্যম স্কুলে।বাংলা প্রশ্নে আসছে,তোমার প্রিয় প্রতিবেশী কে? সে কিনা লেখলো,আম্মু!!কারণটা জানতে চাইলাম।পিচ্চি গম্ভীরভাবে বলল,আমি তো ভাবসি প্রিয় মানুষের কঠিন বাংলা হইল প্রতিবেশী!!
৩.আমার এক বন্ধু।ছোটবেলায় রচনা আসছে,গরু!সে লেখলোঃ"গরু একটি গৃহপালিত প্রাণী।ইহার দুটি চোখ আছে,একটি নাক আছে,একটি লেজ আছে আর দুটি ঠোট আছে!!"
৪.আমার আরেক কাজিন।তখন ক্লাস সিক্সে পড়ত।স্কুলে রচনা আসছিলো "সড়ক দুর্ঘটনা ও প্রতিকার"
সে লেখলো নৌকাডুবি নিয়ে!
তাকে জিজ্ঞাসা করলাম তুই কেন এমন লেখলি?তার যুক্তিঃঅতিরিক্ত যাত্রী নিলে নৌকা ডুবে যায়।অনেক মানুষ মারা যায় তাই এটা দুর্ঘটনা আর তখন খবর,পত্রিকায় নৌডুবিতে সরকারের ছাগল দেয়ার কাহিনী অনেক বেশি প্রচারিত হচ্ছিল।তাই তার মাথাই অইটাই আগে আসছে!!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



