চার গোল দিলো আর্জেন্টিনা। আর খেয়েছে একটি। এটা কোন ব্যাপার না। চারটি দিলে একটি খাওয়া যেতেই পারে। খেলা দেখে কী মজাই না পেয়েছি। উফ্, এক কথায় দুর্দান্ত। অফিসে আমাদের সারিতে আমরা ছয়জন বসি। আমাদের মধ্যে একজন মাত্র (আইরিন নিয়াজি মান্না আপা) ব্রাজিলের সাপোর্টার। এ নিয়ে তার সঙ্গে আমাদের খুনসুটি সারাক্ষনই লেগে আছে। বাকি আমি, আলতাব হোসেন, সোমা দেব, নুরুর রহমান ও অনন্যা সান্যাল আর্জেন্টিনার সাপোর্টার। খেলা দেখার ফাঁকে সন্ধ্যায় অফিসের ক্যানিটটনে গিয়ে কিন্তু আমরা গরম গরম পুরি, আলুর চপ, বেগুনি আর ছোলা খেয়েছি। সঙ্গে ছিলো যথারীতি চা। তবে সিগারেট বাদ। কারন আমরা স্মার্ট। তাই আমাদের আড্ডায় সিগারেটের কোন স্থান নেই।
দ্বিতীয়ার্ধের খেলা দেখার সময় উত্তেজনার প্রকাশ ঘটাতে পারিনি হেঁড়ে গলায় চিৎকার করে। কারন আমাদের সম্পাদক গোলাম সারওয়ার বার বার ধমক দিচ্ছিলেন। তার শাসনে নিউজ রুমের টেলিভিশনগুলোর সামনে থেকেই সবাই সরে গেলেও ক্ষণে ক্ষনেই আবার জমে উঠছিলো জটলা। অফিসের সহকর্মীদের উত্তেজনা তিনিও টের পাচ্ছিলেন। আবার নির্ধারিত সময়ের মধ্যে সংবাদপত্র বের করার তাড়াও তার মাথায় নিশ্চয়ই কাজ করছিলো।
এটাই সংবাদপত্রের নিউজ রুমের চিরায়ত চিত্র। আনন্দ, বেদনা, দুঃখ, কান্না, হাসি, সব ধরণের সংবাদই এখানে কাজের ফাঁকে ফাঁকেই অনুভব করতে হয়। এরই সঙ্গে জড়িয়ে গেছে আমাদের প্রতিদিনকার জীবন। আমাদের নিয়তি।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




