শামসুন্নাহার স্মৃতি তথা পরীমনি ইস্যু নিয়ে বিগতে একটা লেখা লিখতে চেয়েছিলাম । যেখানে পরীমনিকে পজিটিভ ভাইব তুলা ধরা হতো । এই সংস্কৃতিতে নতুন একটা মোড়কে তাকে তুলে ধরা হতো বলে মনে করেছি । তবে আমি তসলিমা নাসরিনের মতো তাকে সব বৈধতা দিতামনা যেটা রাষ্ট্রের নীতির সাথে সাংঘর্ষিক ।
আজ থেকে সহস্র বছর আগেও সকল দেশে বিচার-ব্যবস্থা চালু ছিলো । সেখানেও এরকম ‘জাতীয় পতিতা’ তৈরি হলে তাকে ফাঁসি দেয়া হতো‚ দোররা মারা হতো‚ চাবুক মারা হতো । সহস্র বছর ধরে এই রীতির কোনো ব্রেকিং সিস্টেম চালু হয়নি আর হবেওনা ।
পরীমনি ইস্যু শুরু থেকেই আমরা দেখে এসেছি পরীমনিকে ‘জাতীয় বেশ্যা’ হিসেবে তুলে ধরা হয়েছে । পত্রিকার পাতায় তাকে ভৎসনা‚ কমেন্ট সেকশনে তাকে তুলোধুনো‚ পোস্টের মাধ্যমে ‘জাতীয় বেশ্যা’ হিসেবে তুলে ধরতে একটা বড় অংশ কাজ করেছে । আমরা সেই পুরাতন রীতিকেই যে ফলো করেছি সেটা সুনিশ্চিত ।
যদিও শত বছর আগে যৌনব্যবসা করা বেশ্যারা এত অর্থের পাহাড় গড়ে তুলতে পারবোনা । বেশ্যাবৃত্তি করে কোনোহালে খেয়ে-পরে বেঁচে থাকতো । বড় বড় ব্যবসায়ী‚ রাজার মন্ত্রী‚ কর্মচারী যৌন পরিতৃপ্তি লাভের পর বিছানায় কিছু মোহর/অর্থ ছুঁড়ে দিতো ।
তো একটি দেশ/প্রদেশে যখন কোনো বেশ্যা সার্ভিস দিতে অপারগতা প্রকাশ করতো তখন তাকে টেনে হিঁচড়ে রাজার কাছে আনা হতো । কিংবা ধর্মীয় নেতার কাছে আনা হতো । সেটা ইসলাম ধর্মের নবী-রাসুল(সাঃ) হোক কিংবা হিন্দু ধর্মের ঠাকুর‚ কিংবা খ্রিস্টান পাদ্রি ।
সহস্র বছর আগে পরীমনি এরকম করলে পরীমনির মাথায় হাত বুলিয়ে দিয়ে ধর্মীয় গুরু বলতেন‚ “যা আর এই পাপ করিসনা । স্রষ্টা তোকে ক্ষমা করে দিন ।” তখন সে ক্ষমাপ্রার্থী হতো এবং ধর্মের দিকে ফিরে আসতো । যেহেতু এখন পৃথিবীতে আর সেইসরকম মহান মানুষ নেই তাই পরীমনিও ক্ষমা পাননি ।
কিন্তু আমার বড় অবাক লাগলো মেয়েটির ভিক্টরি সিম্পল দেয়া হাস্যজ্বল ছবি দেখে । কোনো অনুতপ্ত‚ অপরাধবোধের লেশমাত্র নেই চোখে-মুখে । এঁর আগে এলএসডি মাদকসেবীকে আটক করার পরও দেখেছিলাম তাঁদের চোখে-মুখেও কোনো অপরাধবোধ নেই ।
তবে যেকোনো রাষ্ট্রে জেলহাজত থাকার মানেটা কি? রিমান্ডরুম থাকার মানে কি? যদি অপরাধীকে শিক্ষা-ই না দিতে পারে । অপরাধবোধ অনুভব করতে না শেখায় । এইসব হাস্যজ্বল ছবিই প্রমাণ করে হাজতখানাকে তুচ্ছ করে দেখার । যেখানে সে পাপী হয়ে ঢুকেছিলো‚ সেখান থেকে বের হয়ে আরও বড় পাপী হবে । এইতো...
সাব্বির আহমেদ সাকিল
১৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | রোববার | ০৩ সেপ্টেম্বর ২০২১ ইং | পুরান ঢাকা
#সাব্বিরসাকিল #সাম্প্রতিকইস্যু #পরীমনি #ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



