
আমি লোরকা হতে পারিনি,
পারিনি রাইফেলের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে বুলেটে বিদ্ধ হতে!
আমি শঙ্খ ঘোষ হতে পারিনি,
পারিনি রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কবিতা রচনা করতে ।
আমি সিলভিয়া প্লাথ হতে পারিনি,
আদিগন্ত বিষন্নতায় ডুবে থাকলেও, পারিনি সিলিং ছুঁতে
আমি কবি হতে পারিনি,
আমি মানুষের হতে পারিনি
বুলেটে ক্ষত-বিক্ষত হওয়া ভাইটির বিচারের কথা বলতে পারিনি ।
বন্দিদশায় অমানবিক জুলুমের শিকার হওয়া ভাইটির জন্য প্রতিবাদ করতে পারিনি ।
আমি নামমাত্র অর্থের বেতন পাওয়া চা বাগানের শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে পারিনি ।
অপারগতা আর কাপুরুষোচিত মনোভাবে কবি হওয়া যায়না, গণমানুষের হওয়া যায়না ।
আমার লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারিনি
মগজে কারফিউ জারি করে লিখতে পারিনি কতকিছু
আমি শাহবাগে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বলতে পারিনি, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক’ ।
সাব্বির আহমেদ সাকিল
০৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | বৃহস্পতিবার | ১৮ আগস্ট ২০২২ ইং | রাত্রি ০৮ টা ২৯ মিনিট | কলমাকান্দা, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




