বিডিআর হত্যাকান্ডের শুরু থেকেই একুশে টেলিভিসন যে দূরভিসন্ধি মূলক প্রচারণা চালিয়ে যাচ্ছিল তার একটি গুরুত্ব পূর্ণ এপিসোড প্রচারিত হল আজ। মূলতঃ শেয়ার বাজারের আপডেটের জন্যেই একুশে টিভি দেখি, আজ ও সে কারণেই একুশে দেখছিলাম। হঠাৎ করে ব্রেকিং নিউজের স্ক্রলে চোখ পড়তেই সচকিত হয়ে উঠলাম। ভুল দেখছি না তো ! বানিজ্য মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে বি এন পির অনেক নেতার বিডিআর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রমান সরকারের কাছে আছে। দ্রুত অন্যান্য দেশি চ্যানেল গুলি স্ক্যন করতে থাকলাম আর কোন খবর পাই কি না দেখার জন্যে। এত গুরুত্ব পূর্ণ খবর অথচ অন্য কোন চ্যানেলে এ বিষয়ে কিছুই নেই।
কিছু ক্ষণ পরে একুশে টিভির স্ক্রলের লেখা বদলে গেল, সেখানে বি এন পির জায়গায় নাম উঠেছে জে এম বির। পরে, খবরে মন্ত্রীর নিজ মুখে শোনার পর মনে হল ব্রেকিং নিউজ হবার মত কোন কথা তিনি বলেননি। তবে অন্যায় রাজনৈতিক প্রভাবে প্রতিষ্ঠিত এ চ্যানেল টি বি এন পি'র বিরুদ্ধে জনতা কে ক্ষেপিয়ে তোলার জন্যেই সম্ভবত এ খবর টি তৈরী করে।
একুশে টিভি ঠিক একই ভাবে অসত্য তথ্যের বুননে খবর তৈরী করে অন্যায় ভাবে বিডিআরের হত্যাকারীদের সমর্থন দিয়েছিল। এদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত জনতা সেদিন পলায়ন পর খুনীদের পথ আগলে দাঁড়াতে পারেনি। আর রাজনীতিবিদরা খুনীদের বিরুদ্ধে সেনা অভিযানের অনুমতি দেন নি।
একুশে টিভি'র মত এসব অসাধু খবরওয়ালাদের বিরুদ্ধে কি আমাদের কিছুই করার নেই?
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



