দৈনিক আমারদেশবিষয় ফুটবল খেলা : রাজশাহী ও কুমিল্লা ভার্সিটিতে ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিত
রাজশাহী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে অগ্নিসংযোগ ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছ থেকে এক শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করেন প্রক্টর প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। এ সময় শিক্ষক ও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন প্রক্টরিয়াল বডির সদস্যরা। প্রক্টরকে উদ্দেশ করে লোকপ্রশাসন বিভাগের লাঞ্ছিত ওই শিক্ষক হ্যারল্ড সৌগত বারুই বলেন, ‘আই সাপোর্ট মাই চেয়ারম্যান, নট ইউ।’
গতকাল বিকালে বার্ষিক আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং লোকপ্রশাসন বিভাগের খেলায় রেফারির এক ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং লোকপ্রশাসন বিভাগের মধ্যে আন্তঃবিভাগ ফুটবল খেলা চলছিল। ইসলামের ইতিহাস বিভাগ খেলার প্রথমার্ধে লোকপ্রশাসন বিভাগকে একটি গোল দেয়। খেলার দ্বিতীয়ার্ধে লোকপ্রশাসন একটি গোল করে; কিন্তু অফ সাইডের কারণে রেফারি গোল ঘোষণা না দেয়ায় লোকপ্রশাসন বিভাগের খেলোয়াড় ও শিক্ষার্থীরা মাঠেই ম্যাচ রেফারির সঙ্গে কথাকাটাকাটি শুরু করে। এ সময় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা কৌশলে তাদের হারানো হয়েছে বলে অভিযোগ তুলে গোলপোস্টের জালে আগুন ধরিয়ে দেয়। পরে তারা মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে গিয়ে বাস থামিয়ে ভাংচুর চালায়। তারা বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস ও পুলিশের একটি মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় গণিত বিভাগের এক শিক্ষার্থী আহত হয়।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন দিয়ে তাদের বিভাগের দিকে যাওয়ার চেষ্টা করলে গ্রন্থাগারের পেছনে প্রক্টর প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাতে বাধা দেন। প্রক্টরিয়াল বডির সদস্যরা লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করলে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক হ্যারল্ড সৌগত বারুই তাতে বাধা দিতে গিয়ে প্রক্টরের হাতে তিনি লাঞ্ছিত হন। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, আমাদের গোলটি সঠিক হলেও রেফারি এ সময় অফসাইটের অজুহাতে আমাদের কৌশলে হারিয়ে দেয়। লোকপ্রশাসন বিভাগের শিক্ষক হ্যারল্ড সৌগত বারুই বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একজন শিক্ষকের সঙ্গে যে আচরণ করেছেন তা খুবই দুঃখজনক।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্ররা সহকারী প্রক্টর মো. তাজুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিক্ষুব্ধ শিক্ষকরা আগামী রোববারের মধ্যে এ ঘটনার বিচারের দাবিতে ভিসির কাছে লিখিতভাবে আবেদন জানান। অন্যথায় সোমবার থেকে লাগাতার ক্লাস বর্জনেরও কর্মসূচি গ্রহণ করবেন বলে জানিয়েছেন তারা।
জানা যায়, ক্যাম্পাসে গতকাল বিকালে প্রথম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলায় গণিত বিভাগ লোকপ্রশাসন বিভাগকে ২-১ গোলে পরাজিত করে। পরাজয় মানতে না পেরে বিকাল ৫টায় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা তার ওপর হামলা চালায়। রেফারি দৌড়ে প্রশাসনিক ভবনে আশ্রয় নিলে সেখানেও তার ওপর হামলা করা হয়। প্রশাসনিক ভবনের গেটে প্রক্টরিয়াল বডির সদস্যরা ছাত্রদের ভেতরে প্রবেশে বাধা দিলে তারা সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাজুল ইসলামের ওপর চড়াও হয়ে তাকে লাঞ্ছিত করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



