আমার হৃদয় কপাট রেখেছি খুলে
চারিদিকে তার হু-হু করে শূন্যতা
সুনীল নয়না চোখ রেখে ফোটা ফুলে
জেনে গেছে নাকি ভালোবাসা পূণ্য তা?
আমার হাতের আংটি রেখেছি তুলে
কোনদিন কেউ হাতে হাত রাখে যদি
এলোমেলো হাওয়া কার মনে ওঠে দুলে
কেউ ভাবে নাকি পার হবে ভরা নদী?
আমার বুকেতে জমে আছে ভালোবাসা
হাতের তালুতে রাখা আছে মালাখানি
তোমার চোখে যে ঝলমলে রং ভাষা
তুমিই পরাবে এই মালা আমে জানি
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



