তোমার ছবি আঁকবো বলেই হাতে নিলাম তুলি
বললো সবাই ওছবি তো যায়না ওগো আঁকা
তবু গাঁয়ের কথা মায়ের কথা সবার কথা ভেবে
রাঙিয়ে তোমার ছবি
তাকিয়ে দেখি হলো কেবল হিজল তমাল ফুলই।
তোমার ছবি আঁকবো বলেই হাতে নিলাম খাতা
বললো সবাই ওছবি তো যায়না খাতায় গাঁথা
তবু ঘরের কথা পরের কথা সবার কথা ভেবে
রাঙিয়ে তোমার ছবি
তাকিয়ে দেখি খাতার ওপর শধুই সবুজ পাতা।
তোমার ছবি আঁকবো বলেই বসে ছিলাম ঘরে
বললো সবাই ওছবি তো যায়না রাখা ধরে
তবু বোনের কথা ভাইএর কথা সবার কথা ভেবে
রাঙিয়ে তোমার ছবি
তাকিয়ে দেখি নীলচে আকাৎম শুয়ে খাতার পরে
তোমার ছবি আঁকবো বলেই হাতে নিলাম তুলি
বললো সবাই ওছবি তো যায়না ওগো আঁকা
ও ছবি যে সব মানুষের বুকের ভেতর রাখা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



