কথায় আছে "মনের অবস্থার কথা চিন্তা না করে কাউকে কোন কথা দিতে নেই !!" আবার কেউ কেউ বলে Emotional হয়ে কাউকে কোন কথা দিতে নেই !!" আসল কথা হচ্ছে, আমরা ভালো থাকলে এতোটাই ভালো থাকাতে ডুবে যাই যে, ঐ সময় কি যে বলি নিজেরাও বুঝিনা। আবার ভালো না থাকলে বেমালুম কথা দেওয়া নেওয়াও করে নেই, নেশার ঘোরে। পরে মন খারাপের সময়ে সেগুলোই ভুলে যাই। মন রাখতে আমরা কি খুব করে নিজের মুখে বলে দেই "কখনও ছেড়ে যাবো না !! " আবার বাস্তব খুব স্পষ্ট হয়ে গেলেই নিজের মুখেই ফের বলে দেই "তোর মুখও আর দেখতে চাই না !!" অথচ একই মুখ, একই লোক, কিন্তু আলাদা দুটো কথা। আবার সময় গুলো আলাদা, মুহূর্ত গুলোও আলাদা। এভাবেই কথারা পালটে যায় সময় আসময়ে। কথা দিলে ভেবে চিনতে দিতে হয়, নেশার ঘোরে দেওয়া কথা, শুনতে ভালো লাগলেও, টিকতে পারে না বেশীদিন !! সেই নেশা হোক প্রেমের ,হোক ভালোবাসার, হোক ভালো থাকার কিংবা হোক কাউকে খুনের অর্ডার দেওয়ার। আসলে, মনের অবস্থার কথা চিন্তা না করে, মোহ'র মধ্যে থেকে, নেশায় ডুবে কোন কথা না দেওয়াই ভালো !!
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




