somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"লং ট্যুর" একটা স্বপ্নের নাম-২ !!

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"লং ট্যুর" এর প্লান অনুযায়ী খাগড়াছড়ি থেকে আমরা চলে গেলাম "লাল পাহাড়ের দেশ" খ্যাত রাঙ্গামাটিতে। প্রায় রাত ৮ টায় রাঙ্গামাটি পৌঁছে আমরা পূর্ব নির্ধারিত রাঙ্গামাটি শহরের 'হোটেল প্রিন্স' এ চেক ইন করলাম। যে যার মতো ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে কেউ কেউ হারিয়ে গেলো ঘুমের রাজ্যে, কেউ গিয়েছিলো পার্শ্ববর্তী স্থানে একটা মেলায়, সেটা থেকে কেনাকাটা করতে, কেউ কেউ আড্ডায় মাস্তিতে কাটিয়ে খুব কম ঘুমিয়েছে।

আমাদের পরেরদিনের ট্রিপ ছিলো দক্ষিন এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ 'কাপ্তাই লেক' এ। কাপ্তাই লেক সম্পর্কে একটু জেনে নিলাম আগেই, কাপ্তাই লেকটা রাঙামাটি জেলার তথা বাংলাদেশের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান। লেকটি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত একটি মানবসৃষ্ট লেক। যার আয়তন ১১০০ বর্গকিলোমিটার। এটি ইংরেজি এইচ (H) অক্ষরের মতো দেখতে। এর দুটি পাড় সুভলং ঝর্ণার কাছে একটি সংকীর্ণ গিরিসংকট দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত, যা কর্ণফুলীর দুটি মূল শাখার সাথে মিশে আছে।

১৯৫৬ সালে কর্ণফুলী নদীর উপর "পানি বিদ্যুৎ কেন্দ্র" স্থাপনের জন্যে বাঁধ নির্মাণ করা হলে আশপাশের প্রায় ৫৫ একর জায়গা পানিতে তলিয়ে গিয়ে এই চমৎকার মনোমুগ্ধকর নীল পানির কৃত্রিম লেকের সৃষ্টি হয়। মূলত এই কাপ্তাই লেক'কে ঘিরেই রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্পের বিকাশ ও প্রসার ঘটেছে। এই লেকের উপরেই রয়েছে রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রীজ, লেকের ধারে ছবির মতো সুন্দর করে সাজানো উঁচু নিচু সবুজ পাহাড় আর টিলা, লেকের মাঝেই বিখ্যাত প্যাদা টিং টিং রেস্টুরেন্ট, বৌদ্ধ মন্দির, আদিবাসীদের গ্রাম, শুভলং জল প্রপাতসহ আরো অনেক আকর্ষণীয় দর্শনীয় স্থান। বাঙালি ও আদিবাসীদের প্রাণচাঞ্চল্যে এখানকার প্রকৃতিকে দিয়েছে এক নিবিড় বৈচিত্র্যের মেলবন্ধন।

রাঙামাটিতে এই লেক ছাড়াও আপনি আশেপাশের আরো সব অনিন্দ্য সুন্দর দৃশ্য এক জীবন্ত দৃশ্যের মতো সাজানো আছে মনে হয়। যা আপনার জন্যে এক অনন্য অভিজ্ঞতা বয়ে আনবে। কাপ্তাই লেকের ধারে আছে নতুন চাকমা রাজবাড়ী, বৌদ্ধ মন্দির, পিকনিক স্পট, শেখ রাসেল ইকোপার্ক। এছাড়াও এই লেকে কায়াকিং এর ব্যবস্থা আছে। জেলার অন্যস্থানে আরো বেতাবুনিয়া স্টেশন, কর্ণফুলী পেপারমিল সহ আরো অসংখ্য পর্যটন স্পট। আপনি চাইলে সারাদিনের জন্যে জিপ, ট্রলার, স্পিড বোট ও নৌকা ভাড়া করে পুরো লেক ও এর আশেপাশের এলাকাসহ বাকীসব ঘুরে আসতে পারেন।

রাতেই আমাদের দায়িত্বশীল বন্ধুগন এবং স্যার'রা ইঞ্জিনচালিত নৌকা ঠিক করলেন, যেহেতু আমরা সংখ্যায় একটু বেশি তাই স্পিড বোট নেওয়া হয়নি। সকালে ছয়টায় ঘুম পুরানোর আগেই আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে সব বন্ধু মিলে উঠে গেলাম নৌকাতে। আমার লাইফে আমি অনেক ছোট খাটো নৌ ভ্রমণ করেছে, তবে এত সুন্দর মনোরম দৃশ্যরূপ আমি কখনো দেখিনি। উইকিপিডিয়ায় পাওয়া তথ্য আর ইউটিউবে দেখা ভিডিও যখন আমি নিজ চোখে অবলোকন করছিলাম, বিশ্বাসই হচ্ছিলোনা আমার, দুই চোখে যাই দেখছিলাম মনো হচ্ছিলো স্বর্গ দেখছি, লেকের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য্য এক কথায় অসাধারণ সুন্দর ও মনোমুগ্ধকর।

ছবির মতো সুন্দর করে সাজানো উঁচু নিচু সবুজ পাহাড় আর টিলা, লেকের স্বচ্ছ নীল জলরাশি, মাঝে মাঝে জেগে উঠা ছোটো ছোটো সবুজ দ্বীপ, লেকের মধ্যে পাড় ঘেসে আদিবাসীরা ছোট নৌকা ব্যাবহার করে ঝাল দিয়ে মাছ ধরছে। আমি সত্যিই অবাক হচ্ছিলাম এতো সুন্দর দৃশ্য দেখে, ঠিক যেনো ছবির মতো চোখে ভাসে !!

সত্যিই, নৌকা ভ্রমণ ছিলো আমাদের জন্য অনেক ইন্টারেস্টিং, বিশেষ করে আমাদের সাথে কিছু বন্ধু বান্ধবী সাঁতার জানতোনা, এই বিধায় তারা অনেক ভয় পেতো, আমরাও মজা করে ভয় দেখাতাম। এই ব্যাপারে বন্ধু রমজানের কথা না বললেই নয়, মনে মনে ভাবি সাঁতার না জানা এই ছেলেটা হাবুডুবু খাওয়ার ঐ রমনীর ভালোবাসার সাগর কিভাবে পাড়ি দিবে?

কাপ্তাই লেকটা যে সুভলং ঝরণার জন্য বিখ্যাত, সেটা আমরা উপলব্ধি করতে পারিনি পুরোপুরি। কারন আমাদের দূর্ভাগ্য যে সেটাতে জলপ্রপাত ছিলো না, যা ছিলো খুব সামান্য, তাই আমরা অনেকেই ওটা দেখিনি, তবে সত্যিই আপসোস করেছি, ইশ !! যদি জলপ্রপাত পুরোপুরি থাকতো তাহলে কেমন হতো?? ঠিক এই আপসোসটা আমরা একটু হলেও পূরণ করেছি তার পাশেই থাকা আরেকটা ছোট আকারের ঝরনায়, যার নামটা মনে পরছেনা !! যেটাতে আমরা প্রায় অনেকেই গোসল করেছি,গোসলের সময় অনেক মজা করেছি এবং পাহাড় বেয়ে উপরেও উঠেছি, এই জন্য স্যারের বকাও খেয়েছি, বকা খেয়ে বলেছি, স্যার আমরা পাহাড়ি মোরগ ধরতে গিয়েছি !!

আমরা ঝরনায় গোসল শেষে আবার নৌকায় উঠে পড়লাম, তারপরে গেলাম বৌদ্ধ মন্দিরে। সেখানে দেখার মতো তেমন কিছুই নেই মন্দির ছাড়া, তবে কম দামে শাল ও তোয়ালে কিনতে পারবেন, আমাদের কেউ কেউ কিনছেও, আর কলাতো সস্তাই, যেটা না খেলে অপরাধ হবে !! এর কিছুক্ষন পরে আমরা পৌঁছে গেলাম রাঙ্গামাটির বিখ্যাত পর্যটন স্থান ঝুলন্ত ব্রীজে, এটা দেখতে একটু ভালো লাগলেও ঝুলন্ত ব্রীজ নামকরনের সার্থকতা আমার বোধগম্য হলোনা, কিংবা তেমন একটা মজা পাইনি ব্যাক্তিগত ভাবে আমি।

তবে ব্রীজের এপার ওপার করে ইতড় টাইপের বন্ধুরা দুলুনি দিলে ব্রীজে দোল খাওয়াটা নেহাত মন্দ না !! ব্রীজের পাশেই পাহাড়ের উপরে আদিবাসীদের দোকান আছে, অবশ্যই আদিবাসী মেয়েরা দোকান করে, তাদের সাথে মজা না করলে কি চলে?? কিন্তু ঝুলন্ত ব্রীজে গিয়ে রাঙামাটিতে চাষ করা রসে টস টসে ফাকা আনারস খেতে একটুও ভুল করিনি, একদম ফ্রেশ আনারস যে কেমন মিষ্টি তা গিয়ে না খেলে বুঝবেন না।

প্রকৃতির এ অপরূপ সৌন্দর্যের আসলে কোন তুলনা চলে না, ভাষায় প্রকাশ করাও সম্ভবও না। যতদুর চোখ যায় শুধু পানি আর পানি, আর মাঝে মাঝে ভেসে আছে পাহাড়। সামনে এগোতে এগোতে দূরের পাহাড়গুলো স্পষ্ট হতে শুরু করে। ইচ্ছে করে থেকে যেতে, কিন্তু প্রকৃতির তো ঠেকা পড়েনি আমাদের রেখে দিতে, তাই আমরা ফিরে এলাম নৌকায়, লান্সের আগেই আমরা রাঙ্গামাটি শহরের নৌঘাটে চলে আসলাম, লান্স শেষ করে হোটেলে গিয়ে আবারো বেরিয়ে পড়লাম। -কোথায় বেরিয়ে পড়লাম?? জানতে চোখ রাখুন পরবর্তী লং ট্যুর নামক পোস্টে....
#Ranggamat
#LongTour2K18
#Dept_of_CSE_DUET

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

শিব নারায়ণ দাস নামটাতেই কি আমাদের অ্যালার্জি?

লিখেছেন ...নিপুণ কথন..., ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৫৭


অভিমান কতোটা প্রকট হয় দেখেছিলাম শিবনারায়ণ দাসের কাছে গিয়ে।
.
গত বছরের জুন মাসের শুরুর দিকের কথা। এক সকালে হঠাৎ মনে হলো যদি জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসের সঙ্গে দেখা করা সম্ভব... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

প্রতি মাসে সামু-ব্লগে ভিজিটর কত? মার্চ ২০২৪ Update

লিখেছেন জে.এস. সাব্বির, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০৮

মার্চ ২০২৪ সালে আমাদের প্রিয় সামু ব্লগে ভিজিটর সংখ্যা কত ছিল? জানতে হলে চোখ রাখুন-

গত ৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল জানুয়ারি মাসে। ওই মাসে সর্বমোট ভিজিট ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×