একজন মানুষ সফল কি না?
মানুষ হিসেবে সে নিজে এইটা আইডেন্টিফাই করতে পারেনা। তার মনে হইতে পারে, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছেড়ে আপসোস করতে পারে- ইশ এই জিনিসটা কেন পেলাম না? ঐ চাকুরীটা কেন হইলোনা। ইশ, কয়েকটা নম্বরের জন্য ফরেন ক্যাডারটা মিস হয়ে গেলো। আরো কিছু টাকা থাকলে একটা বিদেশ ট্যুর দিয়ে আসা যেতো। এভাবে আনমনে মানুষজন ঘুমাতে গেলেও চিন্তা করে, সে কি সাকসেস ??
কিন্তু মানুষ নিজে নিজেকে সফল হিসেবে আবিষ্কার করতে না পারলেও তার আশেপাশের মানুষজন, পরিচিত বন্ধুবান্ধব, আত্নীয় স্বজন ঠিকই আইডেন্টিফাই করতে পারে বা করে ফেলে যে অমুক সাকসেস, তমুক সাকসেস !! তারা কাউকে সাকসেসফুল জানে বলেই একে অপরকে বলে বেড়ায় অমুকের এতো টাকা, তমুক হেন করে ফেলেছে, কাড়ি কাড়ি টাকার মালিক বনে গেছে, কয়েকটা মাল্টিস্টোরড কমপ্লেক্সের মালিক সে, ব্যাবসা করে মিলিওয়নিয়ার সমাজের মাঝে অবস্থান করতেছে...
অথচ এতোকিছু করে ফেলা মানুষজন নিজেকে কখনো সাকসেসফুল হিসেবে জাহির করেনা, জাহির করলেও ভেতরে ভেতরে তার আরো ক্ষিধে থাকে, অর্থের প্রতি লোভ থাকে, আরো বিলাসী জীবন এর প্রতি চিন্তিত থেকে দিনানিপাত করে। বাহ্যিক প্রশ্নের মুখোমুখি হয়ে নিজেকে যদি কেউ সাকসেসফুল দাবী করে, তাহলে প্রশ্ন থেকেই যায় সে লাইফ নিয়ে স্যাটিসফাইড কিনা ??
স্যাটিসফাইড লাইফ লীড করার জন্য সাকসেসফুল হতে হয়না। স্যাটিসফাইড লাইফ যেকোনো অবস্থান থেকেই লীড করা যায়। কারন আপনার স্যাটিসফাই জিনিসটা আপনি ব্যাতিত কেউ উপলব্ধি করতে পারবেনা। আপনার স্যাটিসফেকশন লিমিট আপনিই ভালো জানেন। কিন্তু আপনার লাইফ স্টাইল কিংবা এটিচিউড দেখে মানুষ আপনাকে সাকসেসফুল ম্যান হিসেবে বিবেচনা করবে। অথচ মানুষ জানেই না যে, "স্যাটিসফাইড লাইফ ইজ ব্যাটার দ্যান সাকসেসফুল লাইফ !!"
~সাইফুল্যাহ আমিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


