
ইলুশন ফটোগ্রাফি হচ্ছে এক ধরনের অপটিকাল বিভ্রম বা ভ্রান্তি। এমন কিছু যা সবসময় চোখকে বিভ্রান্ত করে এবং দৃষ্টিভঙ্গির সাথে বাস্তবতার কোন সামঞ্জস্য থাকেনা। অপটিক্যাল চিত্রগুলি মূল বাস্তবতা থেকে আলাদা। কিন্তু কিভাবে এই ফটোগ্রাফি করতে হয়? হুম কেবল কনসেপ্ট মাথায় রেখে সেই ভাবে সেট করে যেমন এই ফটোগ্রাফি করা যায় তেমনি অনেক সময় মিরাকল এমন কিছু প্রকৃতি করে যা অবাস্তব একটি দৃশ্য মানুষের চোখে ধরা দেয়। আর সঠিক সময়ে সঠিক ভাবে মেধা এবং প্রকৃতি মিলিয়ে তবেই ইলুশন ফটোগ্রাফি করা সম্ভব।
মূলত, এটা আমাদের মনের বিভ্রান্তিমুলক দৃষ্টিকেই প্রায়োরিটি দিয়ে ফটোগ্রাফির উপায় খুঁজে বের করে। প্রথম নজরে, আমরা এটির সর্বাধিক মৌলিক ও ঘনিষ্ঠ ব্যাখ্যা সহ চিত্রটি সংশ্লিষ্ট করার চেষ্টা করি। এছাড়া থাকে ক্যামেরা এবং ক্যামেরার সামনে থাকা মডেলদের কারসাজি। দেখুন---

ছবিটি দেখাচ্ছে এরকম যে তারা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর কুকুরটি উল্টা হয়ে সে হেলান দেয়া দেয়াল দিয়ে হেঁটে আসছে।

বাস্তবিক তা্রাই শুয়ে ছিল রাস্তায়, কুকুরটি তার সঠিক অবস্থানে।

একই ভাবে উল্টা

অরিজিনাল

আবারো উল্টা

সূর্য নিয়া সব থেকে বেশি ফটোগ্রাফাররা ইলুশন ফটোগ্রাফি তৈরি করেছেন এবং আমি মনে করি এইটা ভ্রান্তি ছবি তুলবার জন্য সব থেকে সহজ কনসেপ্ট, এই কনসেপ্ট এ আমিও ফটোগ্রাফি করেছি, ছবি হাতের কাছে নাই থাকলে আমার তোলা ছবিগুলো দেখানো যেত।





দুরের জিনিসরে ধরবার চেষ্টা কিংবা ধরছে এই ধরনের ইলুশন ফটোগ্রাফি ও অনেক দিন ধরে অনেক ফটোগ্রাফার এক্সপেরিমেন্ট করেছেন।













এই সকল ছাড়াও ইন্টারনেট ঘেঁটে আরও ইলুশন ফটোগ্রাফি পাওয়া সম্ভব, আমি ছবি গুলো সংগ্রহ করেছি পাণ্ডা ওয়েব থেকে। এছাড়া টিনসিড , হাইস্পিড, ইফারেড, প্যারানোমিক, ফিস আই , লাইট পেইন্ট, ম্যানিপুলেশন, ছবি এবং ছবির মডেল রোটেট করেও ইলুশন ফটোগ্রাফি করা যায়।
আমার কাছে ইলুশন ফটোগ্রাফি অনেকটা পাজল গেমস এর মতন, প্রথমে কিছুই বোঝা যায় না, পড়ে আসল রহস্য উদ্ঘাটন করে দারুন আনন্দ হয়।
ছবি সংগ্রহঃ
40 Incredible Examples of Optical Illusions in Photos
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




