দূরের কাছের কিংবা আত্মীয়ের মধ্যে এমন কিছু মানুষ থাকে, যারা মুখের ভেতরে সাপের বিষ আর ষড়যন্ত্র নিয়ে প্রতিনিয়ত ছোপ ছোপ করে সেটা এর ওর গায়ে ঢালতে ঢালতে বিলাপ করতে করতে দুনিয়ার অভিযোগ অভিমান নিয়া আহাজারি করতে থাকে, যে অভিমান যে অভিযোগ তারা করেন তারা নিজেরাও কিন্তু একই কাজ করেন, কেনো খোঁজ নেয় না, কেনো ফোন করেনা, তাদের এত এত বিপদ ছিল, কেন সেই বিপদে পাশে গিয়ে না দাঁড়ায়ে দিন পার করেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে টিকে আছে তাতে কি, তাদের বিপদ ই বড় বিপদ, তেরা কুত্তা কুত্তা,মেরা কুত্তা টমির মতন।
অভিযোগ শেষ হলে শুরু হয় মিষ্টি মিষ্টি কথা, সেই মিষ্টি কথার আড়ালে থাকে এমনই গভীর বিষ আর এমন সব ভয়ংকর সব ষড়যন্ত্র যার ফলে অসহায় মানুষ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অস্ত্রহীন একাকী ধরাশায়ী ও আহত হয়ে স্ট্রোক করার অবস্থায় চলে যান।
এখানেই শেষ নয়, ফেইসবুক আছে না!! ফেসবুকে বলিষ্ঠ কণ্ঠস্বরে সেই পরাজিত অসহায় আত্মীয়টার শরীরের শেষ রক্তটুকু ভ্যাম্পায়ারের মতন শুষে শেষ করে ধ্বংস করে দিয়ে উল্টো সেই কতটা বেইমান সেটা নিয়ে ঘনঘন স্ট্যাটাস বিভিন্ন রিলস কুরআন হাদিসের আলোকের ব্যাখ্যা দিতে দিতে হাতের আঙ্গুল রক্তাক্ত করে ফেলেন ।
অসহায় মানুষটি যেন জন্মান্ধ, কিছুই দেখতে পায় না কানে শোনে না, বধির।
এই সকল কারনে গ্রামে কিংবা শহরে মানুষের সাথে মানুষের কিংবা আত্মীয়ের সাথে আত্মীয়ের স্বাভাবিক সম্পর্ক প্রথা সমাজ থেকে যেন উঠে যাচ্ছে। Occasion ছাড়া আত্মীয়ের বাড়িতে কেউ আর এখন যায় না, এখন মানুষ বেড়াতে যায় রেস্টুরেন্টে পার্কে ফুচকার দোকানে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৩