
দিগন্তজোড়া কাশবন হাওয়ার দোলায় যখন নাচে, মনে হয় প্রকৃতি হাসছে। শরতের নীল আকাশ, সাদা তুলোর মেঘ আর কাশফুলের সমুদ্র সব মিলিয়ে তৈরি হয় স্বপ্নের মতো এক দৃশ্য।

শরৎ আশ্বিনের এই হাওয়া বলে যায়,
সব কষ্টই একদিন মিলিয়ে যাবে কাশফুলের মতো,
কিন্তু যে কথা না-বলা থাকে মনে,
সেটাই বেঁচে থাকে আজীবন।

আমার বাসার কাছেই দিয়াবাড়ি।
এই সময়টাতে এখানে কাশফুলের সাথে ছবি তোলার জন্য উপচে পড়া ভিড় প্রতিদিন। মাইলের পর মাইল সাদা কাশবন যেন ঢেউ তুলে দাঁড়িয়ে থাকে। সেই দৃশ্য আমারো ভীষণ ভালো লাগে।

আমি অবাক হয়ে ভাবি, কি যে ছেলেমানুষি! অথচ এই সরল ছেলেমানুষিতেই যেন আনন্দ। শরতের হাওয়ায় কাশফুল দোলে, মানুষের ভিড় জমে, আর আমি দাঁড়িয়ে থেকে সবার আনন্দ দেখে মুগ্ধ হই। মানুষ গুলো সবাই কি সুখী সে সময়।

শরতের আকাশে মেঘের ভেলা ভাসে,
সাদা কাশফুলের দোলায় ভেজে চোখ
সব নীরবতা সীমা অতিক্রম করে
হৃদয়ের ভরা আমার হাজারো অভিমান।
লেখাগুলো অনলাইনে বসে বসেই লিখলাম। ইদানিং কিছু মন খারাপ সময় যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


