
আকাশের ক্যানভাসে আজ সাদা কালো রঙ ,
কাকের ডানায় কিছু শোকের ধ্বনি।
দূরে কোথাও ছড়িয়ে আছে অচেনা শহরের ক্লান্তি,
তবু এই ছাদের কিনারায় বিষন্ন এক কাক
গেয়ে যায়;
বেঁচে থাকার গান।
সূর্য ডোবে, আলো নিভে যায়, তবু কাকেরা জেগে থাকে,
তাদের চোখে জমে থাকা রাতের ইতিহাস কেউ পড়ে না।
মানুষ যেমন দোষী হয় ভুল ভালোবাসায়,
তেমনি কাকেরা দোষী; ডেকে ওঠে নিঃসঙ্গ বিকেলে।
আমি দেখি, তারা উড়ে যায় দিগন্তের ওপারে,
কালো ডানায় মিশে যায় অজানা কোলাহল,
আমি ভাবি এই কাকেরা আসলে
আমাদেরই ক্লান্ত আত্মা,
রোদে পুড়ে, শব্দে ডাকে মুক্তির গান।
ছবিঃনেট
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


