সিরিয়ার রাজধানী দামেস্কের কাছের শহরে ২শ’রও বেশি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে সরকার বিরোধী কর্মীরা। এ হত্যাকাণ্ডের জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেছে তারা।
দামেস্কের কাছের শহর দারায়ার আশেপাশের এলাকায় বাড়িতে বাড়িতে এবং বাড়ির বেজমেন্টে লাশগুলো পাওয়া গেছে। সেনারা বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালানোর সময় বেশিরভাগ মানুষকেই নির্বিচারে হত্যা করেছে।
সিরিয়ায় বিদেশি গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকায় বিরোধীপক্ষের দাবি নিরপেক্ষাভাবে যাচাই করা যায়নি
সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বিদ্রোহীদের দাবির ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেছে, দারায়া থেকে ‘অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল’ করা হচ্ছে।
সিরিয়ার সেনাবাহিনী প্রচণ্ড বোমা বর্ষণের পর শনিবার দারায়ায় হামলা চালিয়েছে। আর এ সময়ই তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান এক বিরোধীকর্মী আবু কিনান।
রয়টার্সকে টেলিফোনে তিনি বলেন, “শেষ কয়েক মুহূর্তে আমরা ১২২ টি মৃতদেহ পেয়েছি। এর মধ্যে ২৪ জনই গুপ্তঘাতকের গুলিতে মারা গেছে বলে মনে হয়েছে। আর বাকিদেরকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়েছে।”
বিরোধীকর্মীদের ভিডিও ফুটেজে দেখা গেছে, দারায়ার আবু সুলায়মান আল-দারানি মসজিদে পাশাপাশি পড়ে আছে অসংখ্য তরুণের লাশ। বেশিরভাগই মাথায় এবং বুকে গুলিবিদ্ধ হয়েছে। লাশের সংখ্যা ১৫০ টিরও বেশি হবে বলে জানান ভিডিও ফুটেজ ধারণকারী।
সরকারবিরোধী আন্দোলনকারীদের স্থানীয় সমন্বয় কমিটি বলেছে, শনিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী সিরিয়াজুড়ে নারী ও শিশুসহ ৪শ’৪০ জনকে হত্যা করেছে। সিরিয়ায় গত বছর মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত নিহতের এ সংখ্যা সর্বোচ্চ।
সরকারের দমনাভিযান পর্যবেক্ষণকারী সংগঠনের হিসাবমতে, দামেস্ক ও দারায়াসহ এর আশেপাশের এলাকায় নিহত হয়েছে ৩১০ জন। আলেপ্পোয় নিহত হয়েছে ৪০ জন এবং সিরিয়ার সুন্নি আদিবাসীদের প্রাণকেন্দ্র দির আল জোর এ নিহত হয়েছে ২৮ জন।
বাদবাকি আরো মানুষ নিহত হয়েছে ইদলিব, দেরা, হামা এবং হোমস শহরে।
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছের শহরে ২শ’রও বেশি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে সরকার বিরোধী কর্মীরা। এ হত্যাকাণ্ডের জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেছে তারা।
দামেস্কের কাছের শহর দারায়ার আশেপাশের এলাকায় বাড়িতে বাড়িতে এবং বাড়ির বেজমেন্টে লাশগুলো পাওয়া গেছে। সেনারা বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালানোর সময় বেশিরভাগ মানুষকেই নির্বিচারে হত্যা করেছে।
সিরিয়ায় বিদেশি গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকায় বিরোধীপক্ষের দাবি নিরপেক্ষাভাবে যাচাই করা যায়নি
সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বিদ্রোহীদের দাবির ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেছে, দারায়া থেকে ‘অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল’ করা হচ্ছে।
সিরিয়ার সেনাবাহিনী প্রচণ্ড বোমা বর্ষণের পর শনিবার দারায়ায় হামলা চালিয়েছে। আর এ সময়ই তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান এক বিরোধীকর্মী আবু কিনান।
রয়টার্সকে টেলিফোনে তিনি বলেন, “শেষ কয়েক মুহূর্তে আমরা ১২২ টি মৃতদেহ পেয়েছি। এর মধ্যে ২৪ জনই গুপ্তঘাতকের গুলিতে মারা গেছে বলে মনে হয়েছে। আর বাকিদেরকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়েছে।”
বিরোধীকর্মীদের ভিডিও ফুটেজে দেখা গেছে, দারায়ার আবু সুলায়মান আল-দারানি মসজিদে পাশাপাশি পড়ে আছে অসংখ্য তরুণের লাশ। বেশিরভাগই মাথায় এবং বুকে গুলিবিদ্ধ হয়েছে। লাশের সংখ্যা ১৫০ টিরও বেশি হবে বলে জানান ভিডিও ফুটেজ ধারণকারী।
সরকারবিরোধী আন্দোলনকারীদের স্থানীয় সমন্বয় কমিটি বলেছে, শনিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী সিরিয়াজুড়ে নারী ও শিশুসহ ৪শ’৪০ জনকে হত্যা করেছে। সিরিয়ায় গত বছর মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত নিহতের এ সংখ্যা সর্বোচ্চ।
সরকারের দমনাভিযান পর্যবেক্ষণকারী সংগঠনের হিসাবমতে, দামেস্ক ও দারায়াসহ এর আশেপাশের এলাকায় নিহত হয়েছে ৩১০ জন। আলেপ্পোয় নিহত হয়েছে ৪০ জন এবং সিরিয়ার সুন্নি আদিবাসীদের প্রাণকেন্দ্র দির আল জোর এ নিহত হয়েছে ২৮ জন।
বাদবাকি আরো মানুষ নিহত হয়েছে ইদলিব, দেরা, হামা এবং হোমস শহরে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ ভোর ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




