somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৮

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
(ক) রংপুর (খ) গাইবান্ধা (গ) সিলেট √(ঘ) লালমনিরহাট।
২। বাংলাদেশের রাষ্ট্রপতির ন্যূনতম বয়সসীমা কত?
(ক) ২৫ (খ) ৩০ √(গ) ৩৫ (ঘ) ৪০।
৩। কোন সুলতানের রাজত্বকালে ইবনে বতুতা বাংলায় সফর করেন?
√(ক) ফখরুদ্দীন মুবারক শাহ (খ) শামসুদ্দীন ইলিয়াস শাহ (গ) আলাউদ্দীন হুসেন শাহ (ঘ) নসরৎ শাহ।
৪। সংসদ ভবনের স্থপতি কে?
(ক) মাজহারুল হক √(খ) লুই কান (গ) এফ আর খাঁন (ঘ) নভেরা আহমেদ।
৫। তালিবাবাদ ভূ-উপগ্রহটি কোথায় অবস্থিত?
(ক) রাঙ্গামাটিতে (খ) মহাখালীতে √(গ) গাজীপুরে (ঘ) ঢাকায়।
৬। ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
(ক) ঢাকায় √(খ) লাহোর (গ) করাচিতে (ঘ) নারায়গঞ্জ।
৭। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
(ক) ময়নামতি √(খ) সোনারগাঁও (গ) ঢাকা (ঘ) পাহাড়পুর।
৮। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
(ক) রাঙামাটি (খ) রংপুর (গ) কুমিল্লা √(ঘ) সিলেট।
৯। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের পদবি কি ছিল?
(ক) ক্যাপ্টেন (খ) লেফটেন্যান্ট √(গ) ল্যান্স নায়েক (ঘ) সিপাহি।
১০। কোনো উৎসবে বা অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কতটুকু বাজানো হয়?
√(ক) প্রথম ৪ লাইন (খ) প্রথম ৬ লাইন (গ) ৮ লাইন (ঘ) ১০ লাইন।
১১। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়?
(ক) ৭ এপ্রিল, ১৯৭২ (খ) ৭ এপ্রিল, ১৯৭৩ √(গ) ১০ এপ্রিল, ১৯৭২ (ঘ) ১০ এপ্রিল, ১৯৭৩।
১২। বাংলাদেশের প্রধানতম খনিজ পদার্থ কোনটি?
(ক) কঠিন শিলা (খ) কয়লা √(গ) প্রাকৃতিক গ্যাস (ঘ) লবণ।
১৩। ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজী কোন সালে বঙ্গ বিজয় করেন?
(ক) ১২০০ সালে √(খ) ১২০৪ সালে (গ) ১২০৮ সালে (ঘ) ১২১২ সালে।
১৪। কোরআন শরীফের অনুবাদক গিরিশচন্দ্র সেনের বাড়ি কোন জেলায়?
√(ক) নরসিংদীতে (খ) মুন্সীগঞ্জে (গ) গাজীপুরে (ঘ) মানিকগঞ্জে।
১৫। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত?
(ক) নওগাঁ (খ) যশোর √(গ) দিনাজপুর (ঘ) কুমিল্লা।
১৬। সিন্ধু সভ্যতা আবি®কৃত হয় কবে?
(ক) ১৯০৩ সালে (খ) ১৯১৭ সালে (গ) ১৯২০ সালে √(ঘ) ১৯২১ সালে।
১৭। বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় কবে?
(ক) ১৮৬০ খ্রীস্টাব্দে (খ) ১৮৪৮ খ্রীস্টাব্দে (গ) ১৮৪০ খ্রীস্টাব্দে √(ঘ) ১৮৫৪ খ্রীস্টাব্দে।
১৮। বাংলাদেশের আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
(ক) সংস্কৃত (খ) বাংলা √(গ) অস্ট্রিক (ঘ) পালি।
১৯। কোন্ প্রতিষ্ঠানের উদ্যোগে “বাংলাপিডিয়া” প্রকাশিত হয়েছে?
(ক) শিল্পকলা একাডেমী (খ) বাংলা একাডেমী (গ) ঢাকা বিশ্ববিদ্যালয় √(ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
২০। ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি-
(ক) পিপিলাই √(খ) সুরাট (গ) চন্দন নগর (ঘ) আলী নগর।
২১। “রামসাগর দিঘী” কোন জেলায় অবস্থিত?
(ক) রংপুর √(খ) দিনাজপুর (গ) চাঁপাইনবাবগঞ্জ (ঘ) কুড়িগ্রাম।
২২। নারী জাগরনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
(ক) মাহমুদা খাতুন √(খ) বেগম রোকেয়া (গ) সুফিয়া কামাল (ঘ) রাবেয়া ভূইয়া।
২৩। ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
(ক) খুলনা (খ) যশোর √(গ) বাগেরহাট (ঘ) পটুয়াখালী।
২৪। বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত?
(ক) সিলেট √(খ) মৌলভিবাজার (গ) হবিগঞ্জ (ঘ) নেত্রকোনা।
২৫। ২৬ মার্চকে “জাতীয় দিবস” ঘোষণা করা হয়-
(ক) ১৯৭৫ সালে √(খ) ১৯৮০ সালে (গ) ১৯৮৫ সালে (ঘ) ১৯৯০ সালে।
২৬। ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
(ক) ১৭৫৯ সালে (খ) ১৭৬৯ সালে (গ) ১৭৭৯ সালে √(ঘ) ১৭৮৯ সালে।
২৭। মুসলমানরা কত বছর স্পেনে শাসন করেছে?
(ক) ৭০০ বছর √(খ) ৮০০ বছর (গ) ৯০০ বছর (ঘ) ৫০০ বছর।
২৮। কাতারভিত্তিক জনপ্রিয় আরব টিভি চ্যানেল আল জাজিরা কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৯৭ সালে (খ) ১৯৯৮ সালে (গ) ১৯৯৯ সালে √(ঘ) ১৯৯৬ সালে।
২৯। ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
(ক) জর্দান (খ) লিবিয়া (গ) সিরিয়া √(ঘ) মিশর।
৩০। UNICEF -এর সদর দফতর কোথায় অবস্থিত?
√(ক) নিউইয়র্ক (খ) ওয়াশিংটন (গ) জেনেভা (ঘ) রোম।
৩১। স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে?
(ক) দুবাই (খ) অমৃতসর (গ) শিকাগো √(ঘ) জোহান্সবার্গ।
৩২। “বেনগাজী” কোন দেশের সমুদ্রবন্দর?
(ক) ইরাক (খ) ইরান √(গ) লিবিয়া (ঘ) মিশর।
৩৩। নিচের কোন দেশটি বলকান রাষ্ট্রের অন্তর্গত?
(ক) নরওয়ে (খ) লিথুনিয়া (গ) আইসল্যান্ড √(ঘ) গ্রিস।
৩৪। ভিক্টোরিয়া ক্রশ কোন দেশের সর্বোচ্চ খেতাব?
(ক) ভারত (খ) যুক্তরাষ্ট্র (গ) কানাডা √(ঘ) যুক্তরাজ্য।
৩৫। আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত?
(ক) লন্ডন (খ) রোম √(গ) প্যারিস (ঘ) বার্লিন।
৩৬। মাদার তেরেসা জন্মসূত্রে কোন দেশের নাগরিক ছিলেন?
(ক) রুমানিয়া (খ) পোল্যান্ড √(গ) যুগোশ্লাভিয়া (ঘ) রাশিয়া।
৩৭। ১২৩টি দ্বীপের শহর হল-
(ক) রোম (খ) ব্রাসেলস √(গ) ভেনিস (ঘ) আঙ্কারা।
৩৮। আর্ন্তজাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায়?
(ক) লন্ডন (খ) নিউইয়র্ক √(গ) জেনেভা (ঘ) হেগ।
৩৯। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদী সকলেই পবিত্র জ্ঞান করে?
(ক) মদীনা √(খ) জেরুজালেম (গ) জেদ্দা (ঘ) বাগদাদ।
৪০। কোন দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসন দেয়া হয়েছিল?
(ক) সেন্টমার্টিন √(খ) সেন্ট হেলেনা (গ) কর্সিকা (ঘ) বাহামা দ্বীপপুঞ্জ।
৪১। আয়তন ও লোক সংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ?
(ক) মালদ্বীপ √(খ) ভ্যাটিকান (গ) তাইওয়ান (ঘ) সিংগাপুর।
৪২। নিপ্পন কোন দেশের পূর্ব নাম?
(ক) চীন √(খ) জাপান (গ) কোরিয়া (ঘ) থাইল্যান্ড।
৪৩। কাগজ উৎপাদনে প্রথম দেশ-
(ক) যুক্তরাষ্ট্র (খ) চীন √(গ) কানাডা (ঘ) যুক্তরাজ্য।
৪৪। ম্যারিয়ানা, ক্যারোলিন, মার্শাল প্রভৃতি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত-
(ক) মেলেনশিয়া √(খ) মাইক্রোনেশিয়া (গ) পলিনেশিয়া (ঘ) ইউরেশিয়া।
৪৫। লুই আই কানের জন্মস্থান কোথায়?
(ক) লাটভিয়া √(খ) এস্তোনিয়া (গ) ইতালি (ঘ) মনরোভিয়া।
৪৬। বিশ্ব শিক্ষক দিবস কবে?
(ক) ৪ অক্টোবর (খ) ৬ অক্টোবর (গ) ৯ অক্টোবর √(ঘ) ৫ অক্টোবর
৪৭। “ব্লু হাউস” কোথায় অবস্থিত?
√(ক) সিউলে (খ) পিয়ংইয়ং (গ) লন্ডনে (ঘ) ওয়াশিংটনে।
৪৮। হনসু দ্বীপ অবস্থিত-
√(ক) জাপান সাগরে (খ) উত্তর আপলান্টিক সাগরে (গ) ক্যারাবিয়ান সাগরে (ঘ) ভারত মহাসাগরে।
৪৯। ফিফা গঠিত হয় কত সালে?
(ক) ১৮৯৬ সালে √(খ) ১৯০৪ সালে (গ) ১৯০২ সালে (ঘ) ১৯০৮ সালে।
৫০। বাংলাদেশের কোন বোলার টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন?
(ক) তুষার ইমরান (খ) মাশরাফী-বিন-মুর্তুজা √(গ) অলক কাপালী (ঘ) মোহাম্মদ রফিক।
৫১। ‘System of Nature’ বইটির লেখক কে?
(ক) উইলিয়াম হার্ভে (খ) থ্রিওফ্রাস্টাস (গ) এরিস্টটল √(ঘ) ক্যারোলাস লিনিয়াস।
৫২। শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষাপোকরণ কোনটি?
√(ক) পাঠ্যপুস্তক (খ) ব্ল্যাকবোর্ড (গ) চার্ট ও মডেল (ঘ) আধুনিক লিখন সামগ্রী।
৫৩। বাংলা ভাষার উদ্ভব নিম্নোক্ত কোন ভাষা থেকে?
(ক) সংস্কৃত (খ) পালি √(গ) প্রাকৃত (ঘ) অপভ্রংশ।
৫৪। বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার কে?
(ক) দীনবন্ধু মিত্র (খ) মীর মশাররফ হোসেন √(গ) মাইকেল মধুসূদন দত্ত (ঘ) রাম নারায়ণ তর্করতœ
৫৫। বাংলা লিপির উৎস কি?
(ক) সংস্কৃত লিপি (খ) চীনা লিপি (গ) আরবী লিপি √(ঘ) ব্রাহ্মী লিপি।
৫৬। “প্রাতরাশ” এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) প্রাত + রাশ √(খ) প্রাতঃ + রাশ (গ) প্রাতঃ + আশ (ঘ) প্রাত + আশ।
৫৭। “মুসাফির” কোন ভাষার শব্দ?
√(ক) আরবি (খ) ফারসি (গ) হিন্দি (ঘ) তুর্কি।
৫৮। “ক্ষ্ম” এর বিশ্লিষ্ট রুপ কি?
(ক) ক+খ+ন (খ) খ+থ+ম (গ) খ+ক+ন √(ঘ) ক+ষ+ম।
৫৯। “সাহেব” শব্দের বহুবচন কোনটি?
(ক) সাহেবকুল √(খ) সাহেবান (গ) সাহেবসমূহ (ঘ) সাহেবগুলো।
৬০। “ব্যাঙের আধুলি” এই বাগধারাটির অন্তর্নিহিত অর্থ কি?
√(ক) সামান্য ধনে অহঙ্কার (খ) অসম্ভব ঘটনা (গ) কৃপণের ধন (ঘ) যার কোনো মূল্য নেই।
৬১। উড়োজাহাজ আবিষ্কার হয় কত সালে?
(ক) ১৯৮১ সালে (খ) ১৮৯৯ সালে √(গ) ১৯০৩ সালে (ঘ) ১৯১২ সালে।
৬২। দুটি প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য কত?
(ক) ৬ ঘন্টা (খ) ৮ ঘন্টা √(গ) ১২ ঘন্টা (ঘ) ২৪ ঘন্টা।
৬৩। প্লাস্টার অব প্যারিস কোথায় ব্যবহৃত হয়?
(ক) বহুতল ভবন নির্মাণে √(খ) প্রাণীদেহে হাড় জোড়া দিতে
(গ) গৃহস্থালি কাজে (ঘ) জীববিজ্ঞানে নমুনা সংরক্ষণের জন্য।
৬৪। মঙ্গল গ্রহে অবতরণকারী নাসার মহাশূন্যযানটির নাম কি?
(ক) রোভার (খ) বিগল √(গ) স্পিরিট (ঘ) কলম্বিয়া।
৬৫। কোন দেশের পরিবেশের ভারসাম্যের জন্য কত ভাগ বন প্রয়োজন?
(ক) ১৬ শতাংশ (খ) ২০ শতাংশ √(গ) ২৫ শতাংশ (ঘ) ৩০ শতাংশ।
৬৬। “গুটি বসন্ত” রোগের কারণ কি?
√(ক) ভাইরাস (খ) ব্যাকটোরিয়া (গ) প্লাজমোডিয়াম (ঘ) ছত্রাক।
৬৭। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কোনটি?
(ক) শর্করা (খ) আমিষ (গ) স্নেহ √(ঘ) ভিটামিন।
৬৮। সালোকসংশ্লেষণ ঘটে না কোথায়?
(ক) পাতায় (খ) কান্ডে √(গ) মূলে (ঘ) শাখা-প্রশাখায়।
৬৯। কোন পদার্থগুলো মানবদেহের অস্থি তথা হাড় তৈরির জন্য প্রয়োজন?
(ক) ক্যালসিয়াম ও লৌহ √(খ) ক্যালসিয়াম ও ফসফরাস
(গ) ক্যালসিয়াম ও সোডিয়াম (ঘ) ক্যালসিয়াম ও আয়োডিন।
৭০। কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে বলে-
√(ক) ROM (খ) RAM (গ) হার্ডওয়্যার (ঘ) অপারেটিং সিস্টেম।
(চলবে)

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০২
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৩
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৪
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৫
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৬
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৭
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার'স ইন্টারভিউঃ আজকের অতিথি ব্লগার শায়মা

লিখেছেন অপু তানভীর, ০৪ ঠা মে, ২০২৪ রাত ১১:০৫



সামুতে ব্লগারদের ইন্টারভিউ নেওয়াটা নতুন না । অনেক ব্লগারই সিরিজ আকারে এই ধরণের পোস্ট করেছেন । যদিও সেগুলো বেশ আগের ঘটনা । ইন্টারভিউ মূলক পোস্ট অনেক দিন... ...বাকিটুকু পড়ুন

...এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না

লিখেছেন নতুন নকিব, ০৫ ই মে, ২০২৪ সকাল ৮:৫৬

...এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না

ছবি কৃতজ্ঞতাঃ অন্তর্জাল।

ছোটবেলায় মুরব্বিদের মুখে শোনা গুরুত্বপূর্ণ অনেক ছড়া কবিতার মত নিচের এই লাইন দুইটাকে আজও অনেক প্রাসঙ্গিক বলে মনে হয়।... ...বাকিটুকু পড়ুন

লালনের বাংলাদেশ থেকে শফি হুজুরের বাংলাদেশ : কোথায় যাচ্ছি আমরা?

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ০৫ ই মে, ২০২৪ দুপুর ১:১৪



মেটাল গান আমার নিত্যসঙ্গী। সস্তা, ভ্যাপিড পপ মিউজিক কখনোই আমার কাপ অফ টি না। ক্রিয়েটর, ক্যানিবল কর্পস, ব্লাডবাথ, ডাইং ফিটাস, ভাইটাল রিমেইনস, ইনফ্যান্ট এনাইহিলেটর এর গানে তারা মৃত্যু, রাজনীতি,... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার গ্র্যান্ড কেনিয়ন পৃথিবীর বুকে এক বিস্ময়

লিখেছেন কাছের-মানুষ, ০৫ ই মে, ২০২৪ দুপুর ১:৪১


প্রচলিত কিংবদন্তি অনুসারে হাতে গাছের ডাল আর পরনে সাধা পোশাক পরিহিত এক মহিলার ভাটাকতে হুয়ে আতমা গ্র্যান্ড কেনিয়নের নীচে ঘুরে বেড়ায়। লোকমুখে প্রচলিত এই কেনিয়নের গভীরেই মহিলাটি তার... ...বাকিটুকু পড়ুন

চুরি! চুরি! সুপারি চুরি। স্মৃতি থেকে(১০)

লিখেছেন নূর আলম হিরণ, ০৫ ই মে, ২০২৪ দুপুর ২:৩৪


সে অনেকদিন আগের কথা, আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। স্কুলে যাওয়ার সময় আব্বা ৩ টাকা দিতো। আসলে দিতো ৫ টাকা, আমরা ভাই বোন দুইজনে মিলে স্কুলে যেতাম। আপা আব্বার... ...বাকিটুকু পড়ুন

×