আমি কে সেটা না বললেও চলে। কারণ আপনারা আমার পোষ্টটি পরার আগেই আমার নাম দেখে নিয়েছেন। আবারও বলছি আমি মুহাম্মদ সাজ্জাদ ইসলাম।ইন্টারনেট দুনিয়ায় আমি সাজ্জাদ নীল নামে পরিচিত(যদি আমাকে একজনও চিনে থাকে)। অবসর সময়ে আমি বই পড়ি। যেকোন বই। হাতের কাছে যেটা পাই। তিন গোয়েন্দা, হূমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হক হাতের কাছে পেলে ভাত খাওয়ার কথা মনে তাকে না।
তবে কিছুদিন থেকে লক্ষ্য করছি আমার সময় কাটছে নেটে, এটা কি বর্তমান সরকারের "ডিজিটাল বাংলাদেশ" এর সুফল নাকি কুফল তা আমি জানিনা।
ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন, ওযেবসাইট ডিজাইন নিয়ে আমার আগ্রহের কমতি নেই। কিন্তু আমি এসবের কিছুই জানিনা।তবে চেষ্টা করছি।
আমার অনেকগুলো অপ্রকাশিত ছড়া, কবিতা আছে। কবিতার চেয়ে ছন্দ নিয়ে খেলতে বেশি ভালো লাগে........
আজ এতটুকু,....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


