
ছবি নিজের তোলা
সমস্ত সহানুভূতি
দয়া, মায়া সব ফিরে গেছে তার উচিত স্থানে।
তোমার জন্য বরাদ্দ হলো শুকনো হাসি।
এই হাসির সাথে বেশি পথ এগোনো যায় না।
তুমি নিজের পথ ধরো নয়ত্ব নিজেকে ন্যায়-অন্যায়ের পাঠ পড়াও
পুরনো ধূলো ঝেড়ে সামনে বাড়ো ,
তবেই তুমি আকাশের আসল রং জানবে
এখনো খুব ছোট তুমি
পায়ে পায়ে জীবনচক্রে এগিয়ে গিয়েও
তুমি মানুষ খুব ছোট
তোমার ভেতরের হিংসা,ক্ষোভের ভীড়ে কৃতজ্ঞতারা হারিয়ে গেছে
তাই অকৃতজ্ঞের ভয়াবহরৃপ তুমি দেখো না, জানো না
দেখলে জানতে
কী ভীষণ কুৎসিত রূপ , তাদের মুখে সদাই থাকে দুর্গন্ধ!
দূর হও, দূর হও ,দূরে সরে যাও
তোমার অধঃপতন তুমি একাই উপভোগ কর।
তুমি মরলেও,তোমার জন্য শুকনো হাসি জেনো।
আমি ফুল ভালোবাসি
যে ফুল দেখতে ভালো, গন্ধ নেই, গন্ধ আছে,ঔষধি
এমন কি মরা শুকনো ফুলও আমার অনুরাগে আছে।
কিন্তু পঁচা ফুল, যা বিষাক্ত দুর্গন্ধযুক্ত
কীটপতঙ্গের আকর্ষণ তা কোথাও রাখতে চাই না
মাটির নিচে পুতে ফেলা আমার কর্ম নয়
ফিরে যাও।
যদি থাকো নিজেকে বদলাও।
৫ সেপ্টেম্বর ২৫
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


