বিচারের অপেক্ষায় কত আছিয়া, কত তনু?
বর্তমান সময়ে চরম উদ্বেগের নাম ধর্ষণ। আজকাল খবরের কাগজ খুললে কিংবা বিভিন্ন সোশ্যাল সাইটে চোখ রাখলে, হরহামেশাই নিকৃষ্ট এই অপরাধের খবর চোখে পড়ে। প্রাপ্ত বয়স্ক থেকে শিশু-কিশোর কেউ-ই যেন বাদ পড়ছে না এই মরণ থাবা থেকে। এইতো দিন কয়েক আগে, পুরো দেশ আছিয়ার পাশবিক অত্যাচার ও নির্মম মৃত্যুর সাক্ষী হলো।... বাকিটুকু পড়ুন
