ঘুম ঘুম চোখ তার ঘুম ছুঁয়ে যায়
দূরের তারায়
চান্দের পশর খেলে নীল ছায়াপথে
নক্ষত্র পাড়ায়।
আলুথালু এলোকেশী উদাসী হৃদয়
কীসের মায়ায়?
নিবু নিবু জ্বলে তার মনের প্রদীপ
বিরহ ছায়ায়।
কী বিষ শরীরে জাগে ঘোরলাগা ক্ষণে
অজানা ব্যথায়
গুমরে মুছড়ে ওঠে বুকের সাগর
না-বলা কথায়।
ঘুম ঘুম চোখ জাগে ঘুম কালো রাতে
আশার খেয়ায়
পায়ের আওয়াজ বাজে পিয়ালের বনে
নিশির নেশায়।
এসেছে এসেছে আজ রূপের নাগর
মন মোহনায়
চালাও চালাও বন্ধু বৈঠা খুব জোরে
লগন যে যায়।
16.10.2006
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



