[গাঢ়]দানবিক দিন/ শেখ জলিল[/গাঢ়]
এ রকম দিন আসবার কথা ছিলো অনেক আগেই
মাঝখানে কেটে গেলো ক'টা দিন অসম্ভবভাবে।
কী জানি কী ছিলো শুভক্ষণ বিধাতা জানেন-
আর জানে ঘটনার নায়ক নায়িকা যারা দেরিতে করলো
দানবিক এমন ব্যাপার- তুলনা মেলে না যার কোনো কিছুতেই
মনে হলো রাক্ষসকুলের মানবেরা এসেছে বাস্তবে।
অবুঝ শৈশব কেড়ে নিয়ে গেলো রাক্ষস মানবী
নাড়ি ছিঁড়ে পড়লো হুমড়ি খেয়ে কামনার নিষিদ্ধ বন্ধন
এ রকম দিন আসবার কথা ছিলো অনেক আগেই
মাঝখানে কেটে গেলো ক'টা দিন অসম্ভবভাবে।
আমি তো ছিলাম সাক্ষী কালের গোপাল
দশচক্রে ভগবান হয়েছিলাম সাক্ষাত ভূত
বিশ্বাস করেনি কেউ- হেসেছে বিধাতা লোকচক্ষুর আড়ালে।
১৯.০৮.২০০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



