চলো জ্বালাই বিবেক মনে প্রাণে/ শেখ জলিল
পার্থক্য থাকতে পারে মনে মনে
ভাইয়ের সাথে ভাইয়ের মতাদর্শে
বোনের সাথে বোনের কাজে
পিতার আদেশও কষ্টকর হয় মাঝেমধ্যে।
এড়িয়ে মায়ের ডাক জীবিকার খোঁজে
ঘর ছেড়ে বেরিয়ে এলেও-
ছিঁড়তে পারি না পারিবারিক বন্ধন
বুকের গভীরে ডাকে স্বজনের ভালোবাসা।
পরাধীনতার শৃঙ্খল পরায় যে সংঘাত
পরদেশি থাবা প্রকম্পিত করে জনপদ
সোঁদামাটি লাল হয়, খুন ঝরে ঘাসে
প্রতিপক্ষের আঘাতে মরে জাতির বিবেক
মেধাহীন এমন স্বদেশ দেখতে চাই না আমি।
লাখো শহীদের ত্যাগে গড়া স্বাধীনতা আজো
ঘরে ঘরে জ্বেলে রাখে আশা, মননের বাতি
সংঘাতের অপছায়া ঘুচাবো সকলে মিলে এসো
চলো জ্বালাই বিবেক মনে প্রাণে-
হে স্বদেশ, তুমি আজো হৃদয়ে অহংকার!
২১.১২.২০০৬
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



