তোমার বাহুতে রাত কেটেছে অনেক রাত
তবু তোমার অতল সাগরে কখনো ডুব দেইনি
তবু এখনো আমাকে বিশ্বাস করতে পারোনি
তাই এখন তোমার অপেক্ষায় প্রহর গুনি
শুনি মৃত লাশের আওয়াজ
গভীর রাতে শ্মশানের পদ ধ্বনীতে মুখরিত হয়
চন্ডালের নাকে ভেসে আসে মৃত মানুষের গন্ধ
তবুও তোমার পথ চেয়ে থাকি
নিঃসঙ্গ রাতের আশায়
আমিই সেই...
---------------
কবিতা লিখার চেষ্টা করি, জানিনা কবিতা হয়েছে কিনা, ব্লগের প্রথম লেখা একটি কবিতা দিয়ে শুরু করলাম। আশা করি আপনারা সুন্দর মতামত প্রকাশ করবেন ও আমাকে প্রথম পাতায় লিখতে সাহায্যে করবেন। আর একটি কথা এই বগ্লটি যারা তৈরী করেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
--- আহমেদ শিপন
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



