আর আমি পৃথিবীতে আনলাম আরো একজন মানব সন্তান।
ছোটো বেলা থেকেই জেনে এসেছি, মাতৃত্বেই নারী জীবনের স্বার্থকতা।প্রতিদিন ঘুম থেকে উঠেই এই বিস্ময়কর শিশু আমাকে দেখে একটি হাসি দেয়, তখন আমি আমার প্রতিটি রক্তকনিকায় উপলব্ধি করি এই পৃথিবীটা কি ভীষন সুন্দর
feeding, playtime, nappi change, sleeping time, feeding......... আপাতত এই রুটিন নিয়ে ভীষন ব্যস্ত। নিয়মিত লিখতে পারব কিনা জানিনা, কিন্তু পড়তে আসবো।
সবাই ভালো থাকবেন
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



