
নকশি কাঁথার চেয়ে গরম কম্বলে বেশি আরামবোধ মনে হলে
মাঝে মাঝে আমারও ইচ্ছে হয়, এবার কম্বল-যুদ্ধে নেমে পড়ি;
কিন্তু কিছুদূর এগুনোর পর তিন রাস্তার মোড়ে গিয়ে দেখি -
চিঁপা গলির মুখে দাঁড়িয়ে আছে ছেঁড়া কাঁথা
তখন চোখ ধাঁধানো জৈষ্ঠের একটা খাঁ খাঁ মাঠ এসে, হঠাৎ
কেড়ে নেয় আমার সমস্ত শীত, সর্ষে ফুলের ঘ্রাণ, তোমার হাসি...
অথচ তুমি নকশি কাঁথা নিয়ে তখনও বসে আছো
আরো একটি প্রেমের কবিতা উপহার দেবে বলে
যখন অন্য কেউ আমার চোখে চোখ রেখে বলার চেষ্টা করছে -
প্লিজ, তুমি অন্ধ হইও না, একবার আমার দিকে তাকাও
আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি ।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




