"আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। "
“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার কাণ্ডারি অথর্ব । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
ব্লগার কাণ্ডারি অথর্বের সাথে মিরপুরে একটি কফির দোকানে কফি খাওয়ার সময় কিছু আলাপন আপনাদের সাথে তুলে ধরলাম। খুবই আন্তরিক একজন মানুষ।
১) আপনি কেমন আছেন ? অন্তরঙ্গ আলাপনে এসে আপনার কেমন লাগছে?
কাণ্ডারি অথর্বঃ- যে কোন পরিস্থিতিতেই ভালো বলতে হয় এটাই নিয়তি। ধন্যবাদ শোভন, আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ভালো লাগতেছে ।
২) আপনি বর্তমানে কি করছেন?
কাণ্ডারি অথর্বঃ- অন্তরঙ্গ আলাপনে সাক্ষাৎকার দিচ্ছি।
৩) বাস্তব জীবনে আপনি কি করছেন ?
কাণ্ডারি অথর্বঃ- একটি ব্যাংকে কর্মরত আছি ।
৪) সামুর সাথে আপনার পরিচয় কিভাবে?
কাণ্ডারি অথর্বঃ- জানা আপু কে দেখে মুগ্ধ হয়ে ......
৫) দেশ সম্পর্কে আপনার ভাবনা কি?
কাণ্ডারি অথর্বঃ-স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায় আমাদের সকলের।
৬) টি টুয়ান্টি বিশ্বকাপে আপনার বাজীর ঘোড়া কোন দল?
কাণ্ডারি অথর্বঃ- বাংলাদেশ।
৭) আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন?
কাণ্ডারি অথর্বঃ- ব্লগিং আর গান শোনা , আড্ডাবাজী , বই পড়া , মুভি দেখা ,কার্টুন দেখা
৮) আপনার প্রিয় লেখক ও কবি কে?
কাণ্ডারি অথর্বঃ- প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, কবি জীবনানন্দ দাশ
৯) আপনার প্রিয় ব্যক্তিত্ব কে?
কাণ্ডারি অথর্বঃ- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
১০) আপনার প্রিয় রং কি?
কাণ্ডারি অথর্বঃ- বেনীআসহকলা
১১) আপনার প্রিয় ফুল কি?
কাণ্ডারি অথর্বঃ- কৃষ্ণচূড়া
১২) আপনার প্রিয় খাওয়ার কি?
কাণ্ডারি অথর্বঃ- ভাত , ডাল, আলু ভর্তা , ডীম ভাজি
১৩) বর্তমান সময়ে সামু আপনার কাছে কেমন লাগছে?
কাণ্ডারি অথর্বঃ-অনুভূতিহীন
১৪) আপনি কার বা কার কার গান শুনতে পছন্দ করেন?
কাণ্ডারি অথর্বঃ-মাইলস, ফিডব্যাক, শেখ ইশতিয়াক,এন্ড্রু কিশোর, জিম মরিসন, স্করপিয়নস
১৫) আপনার প্রিয় ফুটবল টিম কোনটি?
কাণ্ডারি অথর্বঃ- ব্রাজিল।
#প্রিয় ব্লগার এখন আপনাদের প্রশ্ন করার পালা - উত্তর দেবেন ব্লগার কাণ্ডারি অথর্ব । পুরো ব্যাপারটাই লাইভ। আর আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে।
ব্লগার কাণ্ডারি অথর্বের অনুমতি প্রার্থনা করছি তার উপস্থিতি নিশ্চিত করার জন্য।