"দেয়ার মতো কিছু নেই, আছে শুধু সমুদ্রের নোনা জল"
প্রিয় ব্লগার “ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার আমিনুর রহমান । প্রিয় ব্লগার আপনারা অনেকে উনাকে গোলাপ ভাই (?) নামেও চিনে থাকেন। তার আর একটি নিক ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার যেখানে তিনি নিজেকে ২০৫৫ সালের মানব সম্প্রদায়ের সেরা ব্লগার হিসেবে ঘোষণা করেন । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো, জানতে চাইবো তার ব্লগিং অনুভুতি। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
প্রিয় ব্লগার আর দেরি নয় আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আমাদের সকলের প্রিয় আমিনুর রহমান । পুরো ব্যাপারটাই লাইভ।
আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমি নিজেও।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮