"দেয়ার মতো কিছু নেই, আছে শুধু সমুদ্রের নোনা জল"
প্রিয় ব্লগার “ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার আমিনুর রহমান । প্রিয় ব্লগার আপনারা অনেকে উনাকে গোলাপ ভাই (?) নামেও চিনে থাকেন। তার আর একটি নিক ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার যেখানে তিনি নিজেকে ২০৫৫ সালের মানব সম্প্রদায়ের সেরা ব্লগার হিসেবে ঘোষণা করেন

প্রিয় ব্লগার আর দেরি নয় আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আমাদের সকলের প্রিয় আমিনুর রহমান । পুরো ব্যাপারটাই লাইভ।
আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমি নিজেও।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮