ছোট্ট সময় ছিলে তুমি যেই মায়ের আচলে
সেই মায়েরই কথা তুমি গিয়েছ কি ভুলে ।
জন্মের পর যখন আমি ছিলাম অসহায়,বড় হলাম তারই ছায়ায় তারই মমতায় ।
ভাল মন্দ যখন আমি কিছুই বুঝিনা, বড় করে আমায় দিলেন সঠিক বিবেচনা ।
এইতো হলো মা - যার হয়না তুলনা,
তাই মায়ের কথা শেষ হবেনা সারাদিন বলে ।
সেই মায়েরি কথা তুমি গিয়েছ কি ভুলে ।
সুখে দুঃখে এখনও যে মাকে কাছে, পাই সকল কাজই করি আমি তারই প্রেরনায় ।
সকাল দুপুর সন্ধ্যা রাতে আমার জননী, হৃদয় দিয়ে দোয়া করেন ফেলে চোখের পানি ।
সেই মাকে কি কখন দিতে হয় যাতন, না না বন্ধু তা করোনা তুমি কোন কালে
সেই মায়েরই কথা তুমি গিয়েছ কি ভুলে ।
আমি যেমন ছোট নই মাও ঠিক তেমন, বয়স বেড়ে এখন তিনি বৃথা একজন ।
তারপরও এমনই মা সন্তানের তরে, দিনে রাত কত কাজ আজও জ্ঞান করে
।
সেই মায়ের এত ঞ্চন সোধ হবেনা কোনদিন ,
তাই মায়ের বুকে আঘাত দিলে সব যাবে বিফলে ।
সেই মায়েরই কথা তুমি গিয়েছ কি ভুলে ?
কবিতাটির লেখক কিন্তু আমি নই। তার নামটা আমার ঠিক মনে নেই ।
তবে কবিতাটি যে সত্যিই শিক্ষনীয় এবং সকলের উপকারে আসবে তা নিঃসন্দেহে বলা যায়।
এখানে প্রেমিকের জন্য প্রেমিকাকে জান দিয়ে তার মাকে সন্তানহারা হতে হবেনা কিংবা
মধ্যরাতে আরামের ঘুমকে হারাম করে মশার কামড় খেয়ে নদীর পাড়ে দাড়িয়ে আবল তাবল কিছু লিখতে হবেনা । যা কষ্ট করবেন নিজের মায়ের জন্যই । ভেবে দেখুন লাভ তো এখানেই ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ সকাল ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




