মহান আল্লাহ্ রাববুল আলামীন মহাগ্রন্থ পবিত্র আলকুরআনে ঘোষণা করেন “আমি মানুষকে পথ নির্দেশ দিয়েছি যে, তারা যেন নিজেদের পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করে। তার মাতা কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করে রেখেছে এবং কষ্ট স্বীকার করেই তাকে প্রসব করেছে। তার (মার) গর্ভধারণে ও দুধপান ত্যাগ করানো পর্যন্ত ত্রিশ মাস অতিবাহিত হয়েছে। শেষ পর্যন্ত সে (সন্তান) যখন স্বীয়পূর্ণ শক্তি অর্জন করল এবং চল্লিশ বছরের হয়ে গেল, তখন সে (সন্তান) বলল, হে আমার প্রভু (আল্লাহ)! তুমি আমাকে তাওফিকদান কর। আমি যেন তোমার সেইসব নিয়ামতের শোকর (কৃতজ্ঞতা) আদায় করি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ।” সুরা আহ্কাফ-১৫)
প্রতিটি মুহূর্তেই মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করতে হবে। তবে বিশেষ কোনো দিনে বা বিশেষ কোনো সময়ে নির্দিষ্টভাবে কোনো উপহার সামগ্রী বা খাবারের ব্যবস্থা করলে তাতে আপত্তির কিছু নেই কিন্তু তা যদি প্রথা না হয়ে যায়। মায়ের সাথে সাথে পিতার কথাও আসছে। এ সম্পর্কে প্রিয় নবী (সা
হযরত আবু হুরায়রা (রা
“মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ্ত।”
এ সম্পর্কে মহান আল্লাহতাআলা বলেন, “তোমার প্রভু নির্দেশ দিচ্ছেন, তোমরা কেবল মাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তোমাদের কাছে যদি তাদের কোন একজন অথবা উভয়ে বৃদ্ধাবস্থায় থাকে তবে তোমরা তাদেরকে ‘উহ’ পর্যন্ত বলবে না, তাদেরকে ভর্ৎসনা করবে না; বরং তাদের সাথে বিশেষ মর্যাদা সহকারে কথা বলবে, বিনয় ও নম্রতা সহকারে তাদের সামনে নত হয়ে থাকবে এবং এ দোয়া করতে থাকবে; হে প্রভু। তাদের প্রতি রহম করুন (দয়া করুন), যেমন তারা বাল্যকালে আমাকে লালন-পালন করেছেন।” (সুরা বনী ইসরাঙ্গল-২৩-২৪)
মায়ের অনুগত ও বাধ্য সন্তানের পৃথিবীতে অভাব নেই যদিও এর ব্যতিক্রম কিছু কিছু ঘটনা সমাজে বিদ্যমান আছে। এহেন বাধ্যগত ও মাতৃভক্ত সন্তান ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী (রহ) মায়ের আদেশ পালনার্থে মিথ্যা কথা বলেননি। হযরত বায়জীদ বোস্তামী (রহ) মায়ের জন্য পানি সংগ্রহ করে, মায়ের ঘুমের ব্যাঘাত হবে বলে সারা রাত মায়ের বিছানার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে থাকেন।
প্রকৃত জ্ঞানের অভাবে মাতার প্রতি অসদাচারণ ও অবহেলা করে বহু সন্তান বিপথগামী বা ভর্ৎসনার পাত্রও হয়েছে। বহু সন্তান আছে যারা বর্তমানে মায়েদের প্রতি বা নারী জাতির প্রতি নানামুখী নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা যদি মাতৃভক্ত হয় তবে সমাজে অনেক শান্তি ফিরে আসবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




