চলো ঘুরে আসি বেদনার সব রুদ্দুরে আবারো সব যন্ত্রণার পথ ধরে;
আমারোতো ইচ্ছে করে তোমারে লয়ে যাই সাত আসমানের নিকুঞ্জে;
আহারে যদি আসে প্রেম আসে যদি মনমৈথুনে কামে কানুনে ভালোবেসে;
মিশে এক করে হয়ে যেতে ভাঙা স্বপ্নে সাঁতার কেটে;
তোমাদের আমাদের ঘর গুলোতে মা;
আমাদের মায়ের মেয়ের নকশী কাঁথার মাঠে;
ইচ্ছে হলেই দুজন মিলে ঘুরে আসি বন বাদরে;
আহারে আমার যে আর নাইরে সময়, ফুরোয় বলে ফিরে আসি দক্ষিণ জানালার ধারে;
কী যে ছিল কি যে রইলো পরে তোর, বন্ধু তোর তেপান্তরের মন জুড়ে।
কে মাতাল হয়; কারা হয়নি মাতাল; কামুক চাঁদিয়ালে
আয় আয় বন্ধু আয়রে ভাই জড়ায়ে প্রাণ আহ্লাদে তীব্র আলিঙ্গনে
আয় সময় আয় ফিরে মধু মঞ্জরীর লোকালয়ে বিলিয়ে সব নির্বাস যাতনে
আজ জল আসে না আর চোখে অসংখ্য রাত নির্ঘুম আর উপবাসে
কততো হয় নাই বলে জমে আছে আমার কত্তো কথা
আয় আয় আহ্ শান্ত নদীটির শির শির শিরিশিরি আদর লয়ে
by Mehadi Hasan Sadhin
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



