মাটি এখনও মজবুত করে রাখে পৃথিবী
বুকে তার কোটি; কোটি বৃক্ষের শেকড়,
জড়িয়ে থাকে কবির পাজর আন্দাজে
যদি কেউ ছুঁড়ে ঢিঁল, কালি মা কালি
জেগে উঠে প্রলাপ প্রগলভে, আমার চোখ
আমার নয়নমনি সোনা মাটিতে আয়,
মেখে দেবো ঠিক কাদা জল মুখে শীতল
পরশের বাইরে পরশ সুধাই জনে জনে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



